ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 136
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার ভোট দিতে পারবেন। খসড়া তালিকায় এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

ইসি গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ওই খসড়া অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সে পৌঁছেছেন, তারা তালিকাভুক্ত হয়েছেন। ফলে তারা প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

আপডেট সময় : ১০:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার ভোট দিতে পারবেন। খসড়া তালিকায় এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

ইসি গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ওই খসড়া অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সে পৌঁছেছেন, তারা তালিকাভুক্ত হয়েছেন। ফলে তারা প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।