ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনে সেনাবাহিনীর না

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 191

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেন সাংবাদিক মঞ্জু

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ (ডাকসু ) নির্বাচনে দায়িত্বপালন নিয়ে আপত্তি জানিয়েছে সশস্ত্রবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে; যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনও দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

গত ২৬ আগস্ট দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছিলেন, ডাকসু নির্বাচনের দিনে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা জন্ম দেয়। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জ এক আলোচনায় প্রশ্ন তুলেন, ‘ডাকসু নির্বাচনেই যদি মিলিটারি লাগে, তাহলে জাতীয় নির্বাচনে কী লাগবে?’

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের দিনও সেনা সদস্য মোতায়েন চেয়ে গত ২০ অগাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচন।

 

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনে সেনাবাহিনীর না

আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ (ডাকসু ) নির্বাচনে দায়িত্বপালন নিয়ে আপত্তি জানিয়েছে সশস্ত্রবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে; যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনও দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

গত ২৬ আগস্ট দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছিলেন, ডাকসু নির্বাচনের দিনে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা জন্ম দেয়। সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জ এক আলোচনায় প্রশ্ন তুলেন, ‘ডাকসু নির্বাচনেই যদি মিলিটারি লাগে, তাহলে জাতীয় নির্বাচনে কী লাগবে?’

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের দিনও সেনা সদস্য মোতায়েন চেয়ে গত ২০ অগাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচন।