ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 257
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বৈদেশিক লেনদেনে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় টাকার মান শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামনের দিনগুলোতেও টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত খরচ হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দাম ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা। ফলে মাত্র দুই সপ্তাহে টাকার মান ৫০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারাবাহিকতা এবং রপ্তানি বৃদ্ধির ফলে টাকার মান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক মাসে ডলারের অতিরিক্ত চাহিদা বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এতে করে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও সীমিত থাকবে, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক লেনদেনে টাকার শক্তি বৃদ্ধির এ ধারা রিজার্ভ উন্নত করতে সহায়তা করবে এবং সামগ্রিক অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি

আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দেশের বৈদেশিক লেনদেনে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় টাকার মান শক্তিশালী হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামনের দিনগুলোতেও টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রেমিট্যান্সের ডলার কিনতে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা পর্যন্ত খরচ হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দাম ছিল ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা। ফলে মাত্র দুই সপ্তাহে টাকার মান ৫০ থেকে ৭০ পয়সা পর্যন্ত বেড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারাবাহিকতা এবং রপ্তানি বৃদ্ধির ফলে টাকার মান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক মাসে ডলারের অতিরিক্ত চাহিদা বাড়ার সম্ভাবনা নেই, কারণ বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এতে করে বিনিয়োগ-সংক্রান্ত আমদানিও সীমিত থাকবে, যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক লেনদেনে টাকার শক্তি বৃদ্ধির এ ধারা রিজার্ভ উন্নত করতে সহায়তা করবে এবং সামগ্রিক অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে ভূমিকা রাখবে।