ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন
আয়ু বাড়বে সড়কের, কমবে কার্বন নিঃসরণ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 229
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে গোটা বরো জুড়ে সড়ক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে, যার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সড়কের আয়ু বৃদ্ধিভবিষ্যৎ মেরামতের প্রয়োজন হ্রাসএবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা।
এই কর্মসূচির অর্থায়নের বড় অংশ এসেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেযারা “নেটওয়ার্ক নর্থ” প্রকল্পের আওতায় লন্ডনের হাইওয়েজ মেইনটেন্যান্স ফান্ডিং প্রদান করছে। এই সরকারি সহায়তা টাওয়ার হ্যামলেটসকে ২০২৪—২৫ অর্থবছরে মোট ৩০ টি পৃথক রাস্তার পুনরায় পিচ ঢালাই কাজ সম্পন্ন করতে সহায়তা করেছে।

এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বারার ভনগান ওয়েপারফেট স্ট্রিটপিয়ার স্ট্রিট ও স্টুয়ার্ট স্ট্রিট—এর মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়কগুলোর পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শুধু এই চারটি সড়কে প্রায় ৩ লাখ ২০,০০০ পাউন্ড বিনিয়োগ করা হয়েছেযা স্থানীয় বাসিন্দাব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য মসৃণনিরাপদ এবং নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে।

এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হলো এর পরিবেশগত সচেতনতা। প্রচলিত হট মিক্স অ্যাসফল্ট এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে “ওয়ার্ম মিক্স অ্যাসফল্ট”যা তুলনামূলকভাবে কম তাপমাত্রায় প্রস্তুত করা হয় এবং এতে কার্বন নিঃসরণ প্রায় ১৫%—২০% কম হয়। এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সামগ্রিক ‘গ্রিন ইন্সফ্রাস্ট্রাকচার’ বা পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির প্রতিশ্রুতিরই অংশ।

এই প্রকল্পে আরেকটি কার্যকরী কৌশল হচ্ছে ‘ওয়ান ভিজিট’ পদ্ধতি — অর্থাৎযেখানে সম্ভবসেখানে একবারেই সম্পূর্ণ কাজ শেষ করা হচ্ছে। এতে করে অপ্রয়োজনীয় যাতায়াতঅতিরিক্ত সময় ও খরচ বাঁচেসেই সাথে বাসিন্দা ও যানবাহন চলাচলে বিঘ্নও কমে।

কাউন্সিল জানিয়েছেভবিষ্যতেও এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে। পরবর্তী অর্থবছরেও কেন্দ্রীয় সরকারের সহায়তায় আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে টাওয়ার হ্যামলেটসের রাস্তা নেটওয়ার্ক আরও টেকসইনিরাপদ এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে।

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ

নিউজটি শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন
আয়ু বাড়বে সড়কের, কমবে কার্বন নিঃসরণ

আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে গোটা বরো জুড়ে সড়ক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে, যার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সড়কের আয়ু বৃদ্ধিভবিষ্যৎ মেরামতের প্রয়োজন হ্রাসএবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা।
এই কর্মসূচির অর্থায়নের বড় অংশ এসেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেযারা “নেটওয়ার্ক নর্থ” প্রকল্পের আওতায় লন্ডনের হাইওয়েজ মেইনটেন্যান্স ফান্ডিং প্রদান করছে। এই সরকারি সহায়তা টাওয়ার হ্যামলেটসকে ২০২৪—২৫ অর্থবছরে মোট ৩০ টি পৃথক রাস্তার পুনরায় পিচ ঢালাই কাজ সম্পন্ন করতে সহায়তা করেছে।

এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বারার ভনগান ওয়েপারফেট স্ট্রিটপিয়ার স্ট্রিট ও স্টুয়ার্ট স্ট্রিট—এর মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়কগুলোর পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শুধু এই চারটি সড়কে প্রায় ৩ লাখ ২০,০০০ পাউন্ড বিনিয়োগ করা হয়েছেযা স্থানীয় বাসিন্দাব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য মসৃণনিরাপদ এবং নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে।

এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হলো এর পরিবেশগত সচেতনতা। প্রচলিত হট মিক্স অ্যাসফল্ট এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে “ওয়ার্ম মিক্স অ্যাসফল্ট”যা তুলনামূলকভাবে কম তাপমাত্রায় প্রস্তুত করা হয় এবং এতে কার্বন নিঃসরণ প্রায় ১৫%—২০% কম হয়। এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সামগ্রিক ‘গ্রিন ইন্সফ্রাস্ট্রাকচার’ বা পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির প্রতিশ্রুতিরই অংশ।

এই প্রকল্পে আরেকটি কার্যকরী কৌশল হচ্ছে ‘ওয়ান ভিজিট’ পদ্ধতি — অর্থাৎযেখানে সম্ভবসেখানে একবারেই সম্পূর্ণ কাজ শেষ করা হচ্ছে। এতে করে অপ্রয়োজনীয় যাতায়াতঅতিরিক্ত সময় ও খরচ বাঁচেসেই সাথে বাসিন্দা ও যানবাহন চলাচলে বিঘ্নও কমে।

কাউন্সিল জানিয়েছেভবিষ্যতেও এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে। পরবর্তী অর্থবছরেও কেন্দ্রীয় সরকারের সহায়তায় আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে টাওয়ার হ্যামলেটসের রাস্তা নেটওয়ার্ক আরও টেকসইনিরাপদ এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে।

ক্যানারি ওয়ার্ফে নির্মিত হচ্ছে ৩০০ সোশ্যাল হাউজ