জামায়াতের মঞ্চে ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে
- আপডেট সময় : ০৯:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 268

ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম। তিনি ঢাকা-৭ আসনে জামায়াতের এক আয়োজনে গিয়ে ‘ভোট বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন।
সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে রাজধানীতে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ভোট বিপ্লবের’ আহ্বান জানানো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ–ডিএমপি। তদন্তে প্রমাণ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলমের রাজনৈতিক বক্তব্য সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিএমপি এই উদ্যোগ নিয়েছে।
ঢাকার লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, “ঘটনাটি আমরা অবগত। ওই ঘটনাটা পরশু বা তার আগের দিন ঘটেছে। কেন আমাদের একজন পুলিশ কর্মকর্তা এমন বক্তব্য দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি বিধিমালা অনুযায়ী তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শাহ আলম বলেছেন, এতিমদের জন্য একটি অনুষ্ঠানে দাওয়াতের কথা বলার পর তিনি সেখানে গিয়েছিলেন। এরপর ‘সরল মনে’ সেখানে গিয়ে কিছু কথা বলেছেন। সেই বক্তব্য রাজনৈতিক হয়ে গেছে, এটাও স্বীকার করেছেন এই পুলিশ কর্মকর্তা। দেশের সার্বিক অবস্থা দেখে ‘আবেগের বশে’ বলে ফেলেছেন, বললেন তিনি।
যা বলেছিলেন শাহ আলম
গত ৪ জুলাই রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় জামায়াতের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনায়েত উল্লাহর উদ্যোগে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন প্রধান অতিথি ছিলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম পুলিশের পোশাকে সেখানে বক্তব্য দেন। তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে—এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব। এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের।”



















