ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন কবি রহমত আলী পাতনী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 1910
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যবাসী প্রবীন কমিউনিটি কর্মী ও কবি  রহমত আলী পাতনী  মৃত্যবরণ করেছেন। তিনি  লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ওয়াপিং এ দীর্ঘ দিন থেকে বসবাস করছিলেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেশ কয়েকদিন থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে  ICU তে স্থানান্তর করেন। ৯ নভেম্বর সোমবার লন্ডনের সকালে তিনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

কবি  রহমত আলী পাতনীর একাধিক গ্রন্থ এবং অনেকগুলো সম্পাদিত গ্রন্থে তার কবিতা ,পুথিকাব্য ও সৃজনশীল লেখা প্রকাশিত হয়েছে। রহমত আলী পাতনী নিজে পুথি কাব্য লিখতেন এবং বিলেতে নানা সামাজিক অনুষ্ঠানে তার পুথিপাঠ সমাদৃত ছিল।

তিনি রেনেসা সাহিত্য মজলিস ইউকের সাবেক সভাপতি এবং পূর্ব লণ্ডনের ওয়াপিং সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে মানব সেবায় জড়িত ছিলেন।

কবি রহমত আলী পাতনীর  দেশের বাড়ী সিলেট  বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামে।  দেশে থাকা অবস্থায় একজন তুখোড়  ‍ফুটবলার হিসাবে তার সুপরিচিত ছিল।  তিনি একজন  প্রকৃতি প্রেমী হিসাবে শখের বাগান সহ  নানা সৃজনশীল কাজের চর্চা করতেন এই বৃদ্ধ বয়সেও।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন কবি রহমত আলী পাতনী

আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

যুক্তরাজ্যবাসী প্রবীন কমিউনিটি কর্মী ও কবি  রহমত আলী পাতনী  মৃত্যবরণ করেছেন। তিনি  লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ওয়াপিং এ দীর্ঘ দিন থেকে বসবাস করছিলেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেশ কয়েকদিন থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে  ICU তে স্থানান্তর করেন। ৯ নভেম্বর সোমবার লন্ডনের সকালে তিনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

কবি  রহমত আলী পাতনীর একাধিক গ্রন্থ এবং অনেকগুলো সম্পাদিত গ্রন্থে তার কবিতা ,পুথিকাব্য ও সৃজনশীল লেখা প্রকাশিত হয়েছে। রহমত আলী পাতনী নিজে পুথি কাব্য লিখতেন এবং বিলেতে নানা সামাজিক অনুষ্ঠানে তার পুথিপাঠ সমাদৃত ছিল।

তিনি রেনেসা সাহিত্য মজলিস ইউকের সাবেক সভাপতি এবং পূর্ব লণ্ডনের ওয়াপিং সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে মানব সেবায় জড়িত ছিলেন।

কবি রহমত আলী পাতনীর  দেশের বাড়ী সিলেট  বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামে।  দেশে থাকা অবস্থায় একজন তুখোড়  ‍ফুটবলার হিসাবে তার সুপরিচিত ছিল।  তিনি একজন  প্রকৃতি প্রেমী হিসাবে শখের বাগান সহ  নানা সৃজনশীল কাজের চর্চা করতেন এই বৃদ্ধ বয়সেও।