ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 106

গ্রেপ্তার ছাত্রশিবিরের সাবেক নেতা মো. রায়হান

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. রায়হান (২৬)। অভিযোগ, আসামি ছাড়িয়ে নিতে না পারায় তিনি এ হামলা চালান।

বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে এই ঘটনা ঘটে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ওই আসামিদের ছাড়িয়ে নিতে মঙ্গলবার রাতে থানায় এসে রায়হান তদবির ও হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, “আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় রায়হান মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের ওপর হামলা করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন।” পরে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এসে তাঁকে আটক করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও জানান, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে তিনি মাথায় আঘাত পান। সেই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. রায়হান (২৬)। অভিযোগ, আসামি ছাড়িয়ে নিতে না পারায় তিনি এ হামলা চালান।

বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে এই ঘটনা ঘটে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ওই আসামিদের ছাড়িয়ে নিতে মঙ্গলবার রাতে থানায় এসে রায়হান তদবির ও হুমকি দিতে থাকেন।

তিনি আরও বলেন, “আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় রায়হান মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের ওপর হামলা করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন।” পরে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এসে তাঁকে আটক করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও জানান, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেট এলাকায় বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে তিনি মাথায় আঘাত পান। সেই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।