ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

গ্রী‌সে ‘দো‌য়েল’ এর মহান বিজয় দিবস উদযাপন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • / 1839
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রী‌সের রাজধানী এথেন্সে দো‌য়েল সাংস্কৃ‌তিক সংগঠন ইন গ্রীস ও দোয়েল একা‌ডেমীর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় দোয়েল একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দ‌ুর র‌হিম এর সভাপ‌তি‌ত্বে সংগঠ‌নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো:নাজমুল হ‌ক এর পরিচালনায় প্রধান অ‌তি‌থি হিসে‌বে বক্তব্য রা‌খেন গ্রী‌সে নিযুক্ত বাংলা‌দেশ দূতাবা‌সের মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো.জসীম উ‌দ্দিন, এনডিসি। তিনি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন প্রবা‌সে নিজ দে‌শের সংস্কৃ‌তি চর্চা ও হৃদয়ে লালন করার মধ্য দিয়ে আগামী প্রজন্ম‌কে দেশ প্রে‌মে আ‌রো উৎসা‌হিত কর‌বে। মু‌ক্তিযু‌দ্ধে সংষ্কৃ‌তির চর্চায় সং‌শ্লিষ্ট ব্যাক্তিরা দেশ প্রে‌মের গান গে‌য়ে মুক্তিযোদ্ধা‌দের আ‌রো অনুপ্রা‌ণিত ক‌রে‌ছি‌লেন বিধায় ১৬ ডি‌সেম্বর আমা‌দের বিজয় নিশ্চিত হ‌য়ে‌ছিল।

মহান বিজয় দিব‌সের আ‌লোচনা সভার শুরু‌তে পব‌িত্র ক‌োরআন থে‌কে তিলাওয়াত ক‌রেন হা:আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ দো‌য়েল সাংস্কৃ‌তি সংগঠন এর সভাপ‌তি আব্দুর র‌হিম,বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ দূতাবা‌সের কাউন্সিলর মোহাম্মদ খালেদ,কাউন্সিলর সৈয়দা ড.ফারহানা নুর চৌধুরী, বাংলা‌দেশ দো‌য়েল একা‌ডেমীর চেয়ারম্যান আনোয়ার হোসাইন দেওয়ান, বাংলা‌দে‌শে ক‌মি‌নি‌টি ইন গ্রীসের সভাপ‌তি হাজি আব্দুল কুদ্দুস,সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান,গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত, গ্রীস বিএনপি’র সভাপ‌তি মোখ‌লেছুর রহমান, বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রীস এর সভাপ‌তি আবিদ হানজালা, বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খোকন আলমগীর, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক টিটু, সিনিয়র সহ সভাপতি আব্দুল কদ্দুস শিকদার, সহ সভাপতি শওকত ইমাম (মুক্তিযোদ্ধা) , সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সাংস্কৃতিক সম্পাদক আশারাফ শামিম, সহ সাংস্কৃতিক সম্পাদক পাবেল ভূইয়া, প্রচার সম্পাদক সিমুল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: নুরুন নাহার (নানি ) আপ্যায়ন সম্পাদক সুজন গাজি, বাংলাদেশ দোয়েল একাডেমির সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল (নানা) ও দোয়েল একাডে‌মির সহ সভাপতি বৃহত্তর ঢাকার সভাপতি হাজী মোক্তার হোসাইন।

দোয়েল একাডেমির প্রধান শিক্ষক ও দোয়েল সাংস্কৃতিক সংগঠন এর সহ সভাপতি জাহিদুল হকের পরিচালনায় মুক্তিযুদ্ধের উপর একটি নাটিকা পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন আব্দুল কুদ্দুস সিকদার, মো: নাজমুল হক, ইশিকা, ইসরাত, আ‌নিসা, মোতা‌লেব, ইরা, জাওয়াদ, আ‌মেনা, নও‌শিন, সাম‌ি,রাজ, সবুজ, রু‌মেল, সিউ‌লি, আলমগীর, হুমায়রা থিবা, র‌শিদ, রা‌ফিন, মা‌হিন, মায়াজ, তাহসীন, সিন‌তি, আ‌চিভা, ইরা, রায়হান, রাজু, আশরাফ। গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের সংস্কৃতি চর্চার একমাত্র প্রতিষ্ঠান দোয়েল এর বিজয় দিবসের অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রী‌সে ‘দো‌য়েল’ এর মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

গ্রী‌সের রাজধানী এথেন্সে দো‌য়েল সাংস্কৃ‌তিক সংগঠন ইন গ্রীস ও দোয়েল একা‌ডেমীর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় দোয়েল একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দ‌ুর র‌হিম এর সভাপ‌তি‌ত্বে সংগঠ‌নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো:নাজমুল হ‌ক এর পরিচালনায় প্রধান অ‌তি‌থি হিসে‌বে বক্তব্য রা‌খেন গ্রী‌সে নিযুক্ত বাংলা‌দেশ দূতাবা‌সের মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো.জসীম উ‌দ্দিন, এনডিসি। তিনি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন প্রবা‌সে নিজ দে‌শের সংস্কৃ‌তি চর্চা ও হৃদয়ে লালন করার মধ্য দিয়ে আগামী প্রজন্ম‌কে দেশ প্রে‌মে আ‌রো উৎসা‌হিত কর‌বে। মু‌ক্তিযু‌দ্ধে সংষ্কৃ‌তির চর্চায় সং‌শ্লিষ্ট ব্যাক্তিরা দেশ প্রে‌মের গান গে‌য়ে মুক্তিযোদ্ধা‌দের আ‌রো অনুপ্রা‌ণিত ক‌রে‌ছি‌লেন বিধায় ১৬ ডি‌সেম্বর আমা‌দের বিজয় নিশ্চিত হ‌য়ে‌ছিল।

মহান বিজয় দিব‌সের আ‌লোচনা সভার শুরু‌তে পব‌িত্র ক‌োরআন থে‌কে তিলাওয়াত ক‌রেন হা:আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ দো‌য়েল সাংস্কৃ‌তি সংগঠন এর সভাপ‌তি আব্দুর র‌হিম,বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ দূতাবা‌সের কাউন্সিলর মোহাম্মদ খালেদ,কাউন্সিলর সৈয়দা ড.ফারহানা নুর চৌধুরী, বাংলা‌দেশ দো‌য়েল একা‌ডেমীর চেয়ারম্যান আনোয়ার হোসাইন দেওয়ান, বাংলা‌দে‌শে ক‌মি‌নি‌টি ইন গ্রীসের সভাপ‌তি হাজি আব্দুল কুদ্দুস,সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান,গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত, গ্রীস বিএনপি’র সভাপ‌তি মোখ‌লেছুর রহমান, বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রীস এর সভাপ‌তি আবিদ হানজালা, বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খোকন আলমগীর, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক টিটু, সিনিয়র সহ সভাপতি আব্দুল কদ্দুস শিকদার, সহ সভাপতি শওকত ইমাম (মুক্তিযোদ্ধা) , সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সাংস্কৃতিক সম্পাদক আশারাফ শামিম, সহ সাংস্কৃতিক সম্পাদক পাবেল ভূইয়া, প্রচার সম্পাদক সিমুল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: নুরুন নাহার (নানি ) আপ্যায়ন সম্পাদক সুজন গাজি, বাংলাদেশ দোয়েল একাডেমির সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল (নানা) ও দোয়েল একাডে‌মির সহ সভাপতি বৃহত্তর ঢাকার সভাপতি হাজী মোক্তার হোসাইন।

দোয়েল একাডেমির প্রধান শিক্ষক ও দোয়েল সাংস্কৃতিক সংগঠন এর সহ সভাপতি জাহিদুল হকের পরিচালনায় মুক্তিযুদ্ধের উপর একটি নাটিকা পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন আব্দুল কুদ্দুস সিকদার, মো: নাজমুল হক, ইশিকা, ইসরাত, আ‌নিসা, মোতা‌লেব, ইরা, জাওয়াদ, আ‌মেনা, নও‌শিন, সাম‌ি,রাজ, সবুজ, রু‌মেল, সিউ‌লি, আলমগীর, হুমায়রা থিবা, র‌শিদ, রা‌ফিন, মা‌হিন, মায়াজ, তাহসীন, সিন‌তি, আ‌চিভা, ইরা, রায়হান, রাজু, আশরাফ। গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের সংস্কৃতি চর্চার একমাত্র প্রতিষ্ঠান দোয়েল এর বিজয় দিবসের অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।