গোলাপগঞ্জে ৫শ গ্রাম গাঁজা ও ২০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / 764
গোলাপগঞ্জে (সিলেট)মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: ভাদেশ্বর ইউনিয়নের নালিউড়ী গ্রামের মৃত মাতাই মিয়ার ছেলে রাজ উদ্দিন (৫৬), ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের মৃত মিম্বর আলীর ছেলে মকবুল আলী (৬২), পৌর এলাকার উত্তর রণকেলী গ্রামের মৃত মামুন আহমদ চৌধুরীর ছেলে জাহিদ হাসান চৌধুরী প্রকাশ অপু (৩৫) ও একই গ্রামের মৃত মকবুল আলীর ছেলে তায়েফ (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ভাদেশ্বর ইউপির নালিউরী গ্রামে অভিযান পরিচালনা করে রাজ ও মকবুল আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে পৌর এলাকার উত্তর রণকেলী তে অভিযান পরিচালনা করে অপু ও তায়েফ কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপরপ গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিজান অব্যাহত থাকবে।




















