সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে ছাত্রীকে ইভটিজিং করার দায়ে যুবককে জরিমানা
৫২ বাংলা
- আপডেট সময় : ০৪:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 618
গোলাপগঞ্জে (সিলেট) ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ সূত্রে জানাযায় ২৪/০৮/২২ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় গোলাপগঞ্জ চৌমোহনী থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বাঘা ইউনিয়নের পরগনা বাজার কান্দিগাঁও এলাকার মৃত মুহিব আলির ছেলে নাছির আহমদ (৩০) কে এসআই ফয়জুল করিম এবং এসআই জাহাঙ্গীর আলম আটক করে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ চৌধুরীর সামনে নিয়ে আসলে আসমী দোষ স্বীকার করে। এর প্রেক্ষিতে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত আসামীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের জেল সাজা প্রদান করেন। আসামী সাথে সাথে জরিমানা আদায় করলে তাকে মুক্ত করা হয়।


















