গোলাপগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / 1473
গোলাপগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫জুন) উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
অনুষ্ঠানে দেশে খামার প্রকল্প ও প্রাণীজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সভায় বক্তব্য দেন আলোচকগণ।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবিরের সভাপতিত্বে ও পল্লী সমবায় ব্যাংকের ফিল্ড অফিসার মো.জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধক্ষ্য রেজাউল আমিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী। বক্তব্য দেন এলএসপি শফিউল আলম, খামারি সেলিম সিদ্দিকি রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হোসেন, ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য রেজওয়ান হোসেন রাজু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগ নেতা হোসেন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, সাংবাদিক সাকিব আল মামুন, সুলতান আবু নাসের, খালেদ হোসেন, জাকারিয়া আবুল এম এ রাজ্জাক, জাহাঙ্গীর আলম সোহেল, মারুফ আহমদ, পিয়াস পাল প্রমুখ।
অনুষ্ঠানে দেশের প্রাণীসম্পদের দুর্লভ অগ্রযাত্রার জন্য উপস্থিত সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় প্রাণীসম্পদের নানা অগ্রযাএার কথা তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



















