ক্রয়ডনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / 1390
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের আয়োজনে লেটসবিটস ক্যান্সার স্লোগান সামনে রেখে এক ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট করা হয়েছে।
১৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় সাউথ উয়েস্ট লন্ডনের ক্রয়ডনের এক রেষ্টুরেন্টে এ ডিনার ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এশিয়ান ক্যাটারিং এসোসিয়েশনের চেয়ারম্যান ইয়াওর খানের সভাপতিত্বে বিয়ানিবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের মার্কেটিং ডাইরক্টর ও ট্রাস্টি ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায় বক্তব্যের মধ্যদিয়ে হাসপাতালের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিইও এম শাহাব উদ্দিন। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্লটন এবং ওয়ালিংটনের এমপি ইলিয়ট কলবার্ন। এসময় বক্তব্য রাখেন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও শানুল হামিদ মাঞ্জু। অন্যান্যদের মাজে বক্তব্য রাখেন বাংলাদেশ উয়েল ফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের সভাপতি আনোয়ার হোসেন, এশিয়ান ক্যাটারিং এসোসিয়েশনের ট্রেজারার রফিকুল হায়দার, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি আব্দুল করিম নাজিম, আলী আব্দুর রউফ ও আব্দুল সামাদ, সিনিয়র ফাউন্ড রাইজিং ডাইরেক্টার আব্দুল শফিক, ফান্ড রাইজিং ডাইরেক্টার মোঃ আজাদুর রহমান, ডেপুটি ফাইনেন্স ডাইরেক্টার মঞ্জুরুস সামাদ চৌধুরী, ইউকে কো-অর্ডিনেটর আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুস সুফান, মতিউর রহমান খোকন, নিজামুল হক প্রমুখ।
এছাড়া নতুন ট্রাস্টি হিসেবে যোগদান করেছেন একাউন্টেন নাসির আলী শাহ এফসিএমএ। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা ৩৫০০০ পাউন্ট অনুদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সিইও এম সাব উদ্দিন ও স্ট্রাস্টিগণকে ক্রেস্ট প্রদান করেন।





















