কাশ্মীরের বদলায় ‘অপারেশন সিঁদুর’, কেন এই নামকরণ?
- আপডেট সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 269

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে চালানো অভিযানের নামকরণ করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— এমনটাই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যার অর্থ ব্যাপকভাবে প্রতীকী। হিন্দু নারীরা বিবাহের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরে থাকেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। সেদিন হামলাকারীরা পর্যটকদের জড়ো করে তাদের ধর্ম পরিচয় জানতে চায় এবং পরিবারের সামনে গুলি করে হত্যা করে। সেই নির্মম ঘটনার স্মৃতিকে সামনে রেখেই পাল্টা অভিযানের নামকরণ করা হয়েছে ‘সিঁদুর’।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে ইংরেজিতে বড় হরফে লেখা ‘অপারেশন সিঁদুর’। সেখানে একটি ‘O’ অক্ষরকে সিঁদুরের কৌটা হিসেবে দেখানো হয়েছে, যেখান থেকে সিঁদুর ছড়িয়ে পড়ছে আরেকটি ‘O’-এর ওপরে। প্রতীকী এই চিত্রে তুলে ধরা হয়েছে সেই ২৫ নারীর ব্যথা, যাঁরা সেদিন স্বামী হারিয়েছেন।
ছবির সঙ্গে লেখা ছিল— ‘Justice is served. জয় হিন্দ।’ কর্মকর্তারা জানিয়েছেন, পেহেলগামের হামলায় একাধিক ‘রেড লাইন’ অতিক্রম করা হয়েছিল। ধর্মীয় পরিচয় জেনে মানুষকে আলাদা করে হত্যা, পর্যটকদের লক্ষ্যবস্তু বানানো— এসবই ছিল অমানবিক ও ভয়াবহ।
হামলার পর ভারতজুড়ে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় নিহত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ভিনয় নারওয়ালের নিথর দেহের পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী হিমানশি নারওয়াল। তাঁর হাতে তখনও ছিল বিয়ের চুড়ি। ছবিটি গোটা দেশকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছিল।
আরেক শহীদ, মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবীকে আগের দিনই একটি ভিডিওতে হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল; সেই পল্লবী পরদিন স্বামীর গুলিবিদ্ধ হওয়ার পর অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
শৈলেশ কালাঠিয়ার স্ত্রী শীতল, বিতান অধিকারীর স্ত্রী সোহিনী, শুভম দ্বিবেদীর স্ত্রী আইশানিয়া কিংবা সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি— প্রত্যেকেই হারিয়েছেন স্বামী। এই নারীদের চোখের জলই ‘অপারেশন সিঁদুর’ নামের প্রতীক হয়ে উঠেছে।
বুধবার রাতেই অভিযানের পক্ষে মত দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। আইশানিয়া বলেন, “আমার স্বামীর মৃত্যুর বদলা নেওয়ায় আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। আমাদের পরিবার তাঁর ওপর আস্থা রেখেছিল, তিনি সেই আস্থা অটুট রেখেছেন। এটি আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি আজ শান্তিতে রয়েছেন।”
পুনের শহীদ কৌস্তভ গানবোটের স্ত্রী সঙ্গীতা গানবোটে বলেন, “অভিযানের নাম ‘সিঁদুর’ রেখে সরকার আমাদের মতো স্বামীহারা নারীদের সম্মান দেখিয়েছে। আমি সেই দিন ভুলতে পারি না। প্রতিদিন কাঁদি। আমরা অপেক্ষায় ছিলাম প্রধানমন্ত্রী যেন উপযুক্ত পদক্ষেপ নেন। তিনি করেছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতেই হবে।”
প্রগতি জাগদালের কণ্ঠেও একই ধরনের আবেগ: “যেভাবে ওই সন্ত্রাসীরা আমাদের সিঁদুর মুছে দিয়েছিল, তার উপযুক্ত জবাবই হলো এই অভিযান। অভিযানের নাম শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”


















