ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 42
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শিক্ষায় একসাথে এগিয়ে যাই’-এই স্লোগান সামনে রেখে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

গত ১৩ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কেন্দ্রে ট্রাস্টের সভাপতি নুরুল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল করিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সিনহা হিরন।

অনুষ্ঠানের শুরুতে গ্রামবাসীদের উপস্থিতিতে ট্রাস্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পরে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্য-সংস্কৃতির স্মারক প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, মানবিক সেবা, উন্নয়ন ও সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এই ট্রাস্ট কাজ করবে।

বক্তারা গ্রামের সবার আর্থিক সহযোগিতার পাশাপাশি কারিগরি শিক্ষা, সামাজিক ও উন্নয়নবান্ধব কাজে সবার সহযোগিতার আহ্বান জানান।

মাওলানা আবুল খায়েরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির, মাওলানা আসাদউদ্দিন, নজরুল হক মোস্তাক, আবদুল মতিন মাখন, ট্রাস্টের উপদেষ্টা আবদুল বাসিত, সাবেক শিক্ষক সাইফুল ইসলাম জুবের ও সাবেক সদস্য ফয়েজ আহমদ হরুফ।

ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম, লোকমান চৌধুরী ও আবু তাহের চৌধুরী, কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান, অর্গানাইজিং সেক্রেটারি জিয়াউদ্দীন খান, এসিসটেন্ট সেক্রেটারি মনসুর খান, একাডেমিক অ্যান্ড ক্যারিকুলাম সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আফজল হোসেন, ইয়ুথ অ্যান্ড কালচারাল সেক্রেটারি ব্যারিস্টার আবদুল হাদি খান এবং এসিসটেন্ট চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি রিদওয়ান আহমেদ পাভেল।

সভাপতি নুরুল আমিন রাজু প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনার বিবরণ দিয়ে বলেন, আমাদের গ্রামের প্রকৃত উন্নয়নে প্রধানতম কাজ হলো নতুন প্রজন্মকে শিক্ষিত জনসম্পদে পরিণত করা। এ লক্ষ্যে আমরা গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে শিক্ষক ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার প্রত্যয় রাখছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আবদুল করিম খান বলেন, প্রবাসী অধ্যুষিত গ্রামের সার্বিক উন্নয়নে আমাদের প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া থেমে না যায়, সে বিষয়ে আমাদের ট্রাস্ট সচেতনভাবে কাজ করবে।

কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান বলেন, ‘সবার সহযোগিতায় আমরা গ্রামকে আধুনিকায়ন করতে চাই। এ লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত গ্রামের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়েছেন, যা অনুপ্রেরণামূলক। আমরা আশাবাদী, আগামীতে আরও বড় পরিসরে মতবিনিময় সভা ও তহবিল সংগ্রহে সবার সহযোগিতা পাব।’

সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম বলেন, ঐতিহ্যবাহী এই গ্রামের ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনাম রয়েছে। দূর প্রবাস থেকে অর্থ, শ্রম ও সময় ব্যয় করার একটি উদ্দেশ্য—আমাদের জন্মভূমির উন্নয়ন। আমাদের মহৎ কাজগুলো বাস্তবায়নে ধারাবাহিক কাজের বিকল্প নেই।

সহসভাপতি লোকমান চৌধুরী কেটিএ এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গ্রামের শিক্ষা ও সার্বিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাহস জুগিয়েছে। সবার সহযোগিতায় কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রাম নিকট ভবিষ্যতে একটি মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি।

শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির বলেন, প্রবাসীরা সবসময় তাঁর পরিবার, শিক্ষালয় ও গ্রামের স্মৃতি নিয়েই থাকেন। আমাদের গ্রামের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবীদের সহযোগিতা জরুরি। আমাদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মইনুল ইসলাম খান, ফয়সল আহমেদ, আবদুল খালিক, জুয়েল আহমদ, শফিকুল হাসান, আবদুল আজিজ খান, আহবাব আলম, অজিউর রহমান চৌধুরী, জুবায়েদ চৌধুরী, জাহিদ ইকবাল চৌধুরী, মোখলেসুর রহমান সুটন, অহিদুর রহমান চৌধুরী, উবায়েদ ইকবাল চৌধুরী, হাসান আহমেদ ও আমান আহমেদ প্রমুখ।

রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ০২:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

‘শিক্ষায় একসাথে এগিয়ে যাই’-এই স্লোগান সামনে রেখে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

গত ১৩ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কেন্দ্রে ট্রাস্টের সভাপতি নুরুল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল করিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সিনহা হিরন।

অনুষ্ঠানের শুরুতে গ্রামবাসীদের উপস্থিতিতে ট্রাস্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পরে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্য-সংস্কৃতির স্মারক প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, মানবিক সেবা, উন্নয়ন ও সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এই ট্রাস্ট কাজ করবে।

বক্তারা গ্রামের সবার আর্থিক সহযোগিতার পাশাপাশি কারিগরি শিক্ষা, সামাজিক ও উন্নয়নবান্ধব কাজে সবার সহযোগিতার আহ্বান জানান।

মাওলানা আবুল খায়েরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির, মাওলানা আসাদউদ্দিন, নজরুল হক মোস্তাক, আবদুল মতিন মাখন, ট্রাস্টের উপদেষ্টা আবদুল বাসিত, সাবেক শিক্ষক সাইফুল ইসলাম জুবের ও সাবেক সদস্য ফয়েজ আহমদ হরুফ।

ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম, লোকমান চৌধুরী ও আবু তাহের চৌধুরী, কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান, অর্গানাইজিং সেক্রেটারি জিয়াউদ্দীন খান, এসিসটেন্ট সেক্রেটারি মনসুর খান, একাডেমিক অ্যান্ড ক্যারিকুলাম সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আফজল হোসেন, ইয়ুথ অ্যান্ড কালচারাল সেক্রেটারি ব্যারিস্টার আবদুল হাদি খান এবং এসিসটেন্ট চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি রিদওয়ান আহমেদ পাভেল।

সভাপতি নুরুল আমিন রাজু প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনার বিবরণ দিয়ে বলেন, আমাদের গ্রামের প্রকৃত উন্নয়নে প্রধানতম কাজ হলো নতুন প্রজন্মকে শিক্ষিত জনসম্পদে পরিণত করা। এ লক্ষ্যে আমরা গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে শিক্ষক ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার প্রত্যয় রাখছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আবদুল করিম খান বলেন, প্রবাসী অধ্যুষিত গ্রামের সার্বিক উন্নয়নে আমাদের প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া থেমে না যায়, সে বিষয়ে আমাদের ট্রাস্ট সচেতনভাবে কাজ করবে।

কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান বলেন, ‘সবার সহযোগিতায় আমরা গ্রামকে আধুনিকায়ন করতে চাই। এ লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত গ্রামের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়েছেন, যা অনুপ্রেরণামূলক। আমরা আশাবাদী, আগামীতে আরও বড় পরিসরে মতবিনিময় সভা ও তহবিল সংগ্রহে সবার সহযোগিতা পাব।’

সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম বলেন, ঐতিহ্যবাহী এই গ্রামের ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনাম রয়েছে। দূর প্রবাস থেকে অর্থ, শ্রম ও সময় ব্যয় করার একটি উদ্দেশ্য—আমাদের জন্মভূমির উন্নয়ন। আমাদের মহৎ কাজগুলো বাস্তবায়নে ধারাবাহিক কাজের বিকল্প নেই।

সহসভাপতি লোকমান চৌধুরী কেটিএ এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গ্রামের শিক্ষা ও সার্বিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাহস জুগিয়েছে। সবার সহযোগিতায় কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রাম নিকট ভবিষ্যতে একটি মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি।

শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির বলেন, প্রবাসীরা সবসময় তাঁর পরিবার, শিক্ষালয় ও গ্রামের স্মৃতি নিয়েই থাকেন। আমাদের গ্রামের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবীদের সহযোগিতা জরুরি। আমাদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মইনুল ইসলাম খান, ফয়সল আহমেদ, আবদুল খালিক, জুয়েল আহমদ, শফিকুল হাসান, আবদুল আজিজ খান, আহবাব আলম, অজিউর রহমান চৌধুরী, জুবায়েদ চৌধুরী, জাহিদ ইকবাল চৌধুরী, মোখলেসুর রহমান সুটন, অহিদুর রহমান চৌধুরী, উবায়েদ ইকবাল চৌধুরী, হাসান আহমেদ ও আমান আহমেদ প্রমুখ।

রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।