ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ইসলামে পারিবারিক নির্যাতনের কোনো স্থান নেই-শায়খ আব্দুল কাইয়ুম লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না

করোনাকালে আওয়ার ভ্যারাইটি ক্লাব জ্যান্ডারকোর্টের প্রসংশনীয় কার্যক্রম

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / 985
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ার ভ্যারাইটি ক্লাব জ্যান্ডারকোর্ট, বেথনাল গ্রীন,লন্ডন এর প্রজেক্ট ম্যানেজার এবং কমিউনিটি  এ্যাক্টিভিস্ট আতিয়া বেগম ঝর্ণা ও সোসাইটি লিংকের যৌথ উদ্যোগে NHS এর জন্য এক হাজার PPE(Personal Protective Equipment) তৈরির পদক্ষেপ নেয়া হয়।

এই মহৎ কাজে স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন স্থানীয় OVC এর সদস্যগন। তাঁরা ফ্রন্টলাইন ওয়ার্কারদের সহযোগিতার লক্ষ্যে ইতোমধ্যে দুইশতাধিক PPE তৈরি করতে সক্ষম হয়েছেন। খুব শীঘ্রই একহাজার সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন আতিয়া বেগম। তিনি একজন ব্রিটিশ বাঙালী হিসেবে নিজেকে গর্বিত মনে করেন এরকম একটি সেবামূলক কাজে এগিয়ে আসতে পেরে।

তাঁর মতে, সকলের এগিয়ে আসা দরকার । তিনি কৃতজ্ঞতা জানান ক্লাবের সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলী – শিক্ষক ও সাংবাদিক  সৈয়দ আফসার উদ্দিন,শিক্ষক তাহেরা বেগম এবং ডাক্তার সুফিয়া বেগম কে।

আতিয়া বেগম সম্প্রতি আরো একটি মানবিক কাজে নিজেকে সংযুক্ত করেন। Channel S UK এর ‘FEED 5000’ প্রজেক্ট এ তিনি পার্টনারশীপে ফান্ড রেইজিংয়ের দায়িত্ব নেন। করোনাকালে দূর্যোগঘন সিলেটের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষদের ১ মাসের খাবার সরবরাহ করা হয়। কিছু সময়ের জন্য হলেও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আতিয়া বেগম সন্তুষ্ট।

এই মহৎ কাজে এগিয়ে আসে লন্ডনের কিছু সংগঠন, তার মধ্যে বিশেষ ভাবে উলেখযোগ্য ‘সানফ্লাওয়ার উইমেন্স গ্রুপ’ এর মাহমুদা খানম ও শামীমা পারভীন এর নাম। তাঁদের এবং OVC এর সদস্যদের সহযোগিতায়  এই সেবামূলক প্রজেক্টের কাজটি সুসম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত আতিয়া বেগম দীর্ঘদিন যাবত ইস্ট লন্ডন মস্ক ফান্ড রেইজিং, RFC(Ramadan Family Commitment), Iqra International এর মত বিভিন্ন চ্যারিটি অর্গ্যানাইজেশন গুলোকে উদারতার সাথে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে সহযোগিতা করে আসছেন।
আত্নপ্রত্যয়ী আতিয়া বেগম কমিউনিটির সকলের দোয়া ও সহযোগিতায় তিনি আরও বেশী   জনকল্যাণমূলক কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনাকালে আওয়ার ভ্যারাইটি ক্লাব জ্যান্ডারকোর্টের প্রসংশনীয় কার্যক্রম

আপডেট সময় : ১০:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

আওয়ার ভ্যারাইটি ক্লাব জ্যান্ডারকোর্ট, বেথনাল গ্রীন,লন্ডন এর প্রজেক্ট ম্যানেজার এবং কমিউনিটি  এ্যাক্টিভিস্ট আতিয়া বেগম ঝর্ণা ও সোসাইটি লিংকের যৌথ উদ্যোগে NHS এর জন্য এক হাজার PPE(Personal Protective Equipment) তৈরির পদক্ষেপ নেয়া হয়।

এই মহৎ কাজে স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন স্থানীয় OVC এর সদস্যগন। তাঁরা ফ্রন্টলাইন ওয়ার্কারদের সহযোগিতার লক্ষ্যে ইতোমধ্যে দুইশতাধিক PPE তৈরি করতে সক্ষম হয়েছেন। খুব শীঘ্রই একহাজার সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন আতিয়া বেগম। তিনি একজন ব্রিটিশ বাঙালী হিসেবে নিজেকে গর্বিত মনে করেন এরকম একটি সেবামূলক কাজে এগিয়ে আসতে পেরে।

তাঁর মতে, সকলের এগিয়ে আসা দরকার । তিনি কৃতজ্ঞতা জানান ক্লাবের সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলী – শিক্ষক ও সাংবাদিক  সৈয়দ আফসার উদ্দিন,শিক্ষক তাহেরা বেগম এবং ডাক্তার সুফিয়া বেগম কে।

আতিয়া বেগম সম্প্রতি আরো একটি মানবিক কাজে নিজেকে সংযুক্ত করেন। Channel S UK এর ‘FEED 5000’ প্রজেক্ট এ তিনি পার্টনারশীপে ফান্ড রেইজিংয়ের দায়িত্ব নেন। করোনাকালে দূর্যোগঘন সিলেটের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষদের ১ মাসের খাবার সরবরাহ করা হয়। কিছু সময়ের জন্য হলেও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আতিয়া বেগম সন্তুষ্ট।

এই মহৎ কাজে এগিয়ে আসে লন্ডনের কিছু সংগঠন, তার মধ্যে বিশেষ ভাবে উলেখযোগ্য ‘সানফ্লাওয়ার উইমেন্স গ্রুপ’ এর মাহমুদা খানম ও শামীমা পারভীন এর নাম। তাঁদের এবং OVC এর সদস্যদের সহযোগিতায়  এই সেবামূলক প্রজেক্টের কাজটি সুসম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত আতিয়া বেগম দীর্ঘদিন যাবত ইস্ট লন্ডন মস্ক ফান্ড রেইজিং, RFC(Ramadan Family Commitment), Iqra International এর মত বিভিন্ন চ্যারিটি অর্গ্যানাইজেশন গুলোকে উদারতার সাথে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে সহযোগিতা করে আসছেন।
আত্নপ্রত্যয়ী আতিয়া বেগম কমিউনিটির সকলের দোয়া ও সহযোগিতায় তিনি আরও বেশী   জনকল্যাণমূলক কাজ করে যাবেন।