ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / 1196
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের এক বর্ধিত সভা ১৯ জানুয়ারি বুধবার ম্যারি দ্য অভারভিলার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় বর্ধিত সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার নেতা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেলিম আহমদ।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রিয় সভাপতি, বঙ্গবীর ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত ও কলামিস্ট তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা করতে বিভিন্ন ধরণের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে। সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, কমিউনিটি ব্যক্তিত্ব চৌধুরী সালেহ আহমদ, রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম, জবরুল ইসলাম ও সালেহ আহমদ, ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইউরো ফোকাসের সিইও. এম. আলী চৌধুরী, সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম, যুবনেতা সোহেল আহমদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ।
ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের বর্ধিত এ সভার মাধ্যমে কমিটিতে যারা নতুন করে স্থান পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে মুহিউদ্দিন সোহেল, মো: নাজমুল হক, মোহাম্মদ নাসিম আরেফিন, মোহাম্মদ ওয়াসিম আরিফিন, আব্দুল কুদ্দুস বেগ ও রকি আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ, মাজেদ আহমদ শামী, চুনু মিয়া, আতিকুর রহমান আক্তার, শাহেদ আহমদ, আনছার আহমেদ জুয়েল ও শাকিবুর রহমান লাভলু।
সাংগঠনিক সম্পাদক পদে ময়নুল হক, শফিউল আলম সজল, সোহাগ হোসাইন ও শাহজাহান আহমদ।
কোষাধক্ষ্য পদে রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা পদে সম্পাদক নাঈম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক পদে জামিল আহমদ রায়হান, সমাজকল্যাণ সম্পাদক পদে জহির আহমদ সোহান, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে সামাদ আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক পদে ইবাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক পদে ফখরুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: আজিজ তুহিন।
এ সময় উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আমিনুল ইসলাম আলীম, দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ ও তানবির আহমদ সহ আরও অনেকে। এছাড়া আগের দায়িত্বশীলরা আগের দায়িত্বে থাকবেন বলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


























