ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আয়োজন হোক দরিদ্রের উপকারে, বিতরণ হোক লোকচক্ষুর আড়ালে

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / 1303
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]mV8_9NDGZSc[/youtube]

 

 

আয়োজন হোক দরিদ্রের উপকারে, বিতরণ হোক লোকচক্ষুর আড়ালে- এই অঙ্গিকার নিয়ে সিলেট বিয়ানীবাজারে  ‘মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতা বিকাশ’  শ্লোগাণ নিয়ে কাজ করা সামাজিক ও অনুপ্রেরণামূলক সংগঠন প্রেরণা যুবচক্র  পবিত্র ঈদুল ফিতরে এতিম ও দুস্থ পরিবারে গোপনে ঈদ উপহার ও নগদ অর্থ পৌছে দিয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামস্থ  প্রেরণা যুবচক্রের  কার্যালয়ে  এক অনাড়ম্বর অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি  ছিলেন  শিক্ষা অনুরাগী ও মরহুম হাজী আব্দুস সালামের জামাতা আতিকুর রহমান।  ইউকে প্রবাসী কমিউনিটি কর্মী অজি উদ্দিন ও সাপ্তাহিক সম্ভাবনা ডটকম সম্পাদক মাছুম আহমদ।

সকলে প্রেরণা যুবচক্রের এই সামাজিক জাগরণমূলক উদ্যোগের প্রসংসা করে বলেছেন, দান অতুলনীয় কল্যাণকর একটি কাজ হলেও লোক দেখানো দান প্রকৃতপক্ষে গ্রহিতাকে অসম্মান করে প্রদান করার যে প্রথা শুরু হয়েছে, প্রেরণা যুব চক্রের এই উদ্যোগটি সমাজে নি:সন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত।

৯ই মে, রবিবার,  প্রেরণা যুবচক্রের  সভাপতি ফয়জুল আলম সিমাল  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ এর সঞ্চালনায়  বিয়ানীবাজার উপজেলার  দুই শতাধিক নিডি পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায়  সার্বিক সহযোগিতায় ছিল  এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট।

এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট  এর সার্বিক সহায়তায়  প্রেরণা যুবচক্রের ঈদ উপহার নিভৃতে  নিডিপরিবারে পৌছে দেয়ার কাজটিতে যুক্ত ছিলেন প্রেরণা যুব চক্রের একদল উদ্যোমী কর্মী। হাসিমুখে ব্যতিক্রমি এই উদ্যোগে  সকলে এই কাজটি করতে পেরে তাদের আনন্দ-অনুভূতি প্রকাশ করে বলেছেন আগামীতে এইরকম উদ্যোগে তারা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করবেন।

নিডি মানুষকে সম্মান জানিয়েই  এভাবে কাজটি করতে পেরে তারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রেরণার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী হাজী ফখরুল ইসলাম  ও  এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট কে।

প্রেরণার ঈদ উপহার কার্যক্রমে যারা যুক্ত ছিলেন তারা হলেন,সাংগঠনিক সম্পাদক শাব্বির শাহজাদা , শিক্ষা সম্পাদক, হাসানুল বান্না,সমাজসেবা সম্পাদক ছিদ্দিকুর রহমান,ক্রিড়া সম্পাদক আবু মাহিন, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ মাহমুদ তানিম, প্রচার সম্পাদক সরোয়ার আহমেদ।  কার্যকরী সদস্য শাকরান হুসেন ও মারওয়ান চৌধুরী প্রমুখ ।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়োজন হোক দরিদ্রের উপকারে, বিতরণ হোক লোকচক্ষুর আড়ালে

আপডেট সময় : ১১:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১

[youtube]mV8_9NDGZSc[/youtube]

 

 

আয়োজন হোক দরিদ্রের উপকারে, বিতরণ হোক লোকচক্ষুর আড়ালে- এই অঙ্গিকার নিয়ে সিলেট বিয়ানীবাজারে  ‘মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতা বিকাশ’  শ্লোগাণ নিয়ে কাজ করা সামাজিক ও অনুপ্রেরণামূলক সংগঠন প্রেরণা যুবচক্র  পবিত্র ঈদুল ফিতরে এতিম ও দুস্থ পরিবারে গোপনে ঈদ উপহার ও নগদ অর্থ পৌছে দিয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামস্থ  প্রেরণা যুবচক্রের  কার্যালয়ে  এক অনাড়ম্বর অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি  ছিলেন  শিক্ষা অনুরাগী ও মরহুম হাজী আব্দুস সালামের জামাতা আতিকুর রহমান।  ইউকে প্রবাসী কমিউনিটি কর্মী অজি উদ্দিন ও সাপ্তাহিক সম্ভাবনা ডটকম সম্পাদক মাছুম আহমদ।

সকলে প্রেরণা যুবচক্রের এই সামাজিক জাগরণমূলক উদ্যোগের প্রসংসা করে বলেছেন, দান অতুলনীয় কল্যাণকর একটি কাজ হলেও লোক দেখানো দান প্রকৃতপক্ষে গ্রহিতাকে অসম্মান করে প্রদান করার যে প্রথা শুরু হয়েছে, প্রেরণা যুব চক্রের এই উদ্যোগটি সমাজে নি:সন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত।

৯ই মে, রবিবার,  প্রেরণা যুবচক্রের  সভাপতি ফয়জুল আলম সিমাল  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ এর সঞ্চালনায়  বিয়ানীবাজার উপজেলার  দুই শতাধিক নিডি পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায়  সার্বিক সহযোগিতায় ছিল  এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট।

এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট  এর সার্বিক সহায়তায়  প্রেরণা যুবচক্রের ঈদ উপহার নিভৃতে  নিডিপরিবারে পৌছে দেয়ার কাজটিতে যুক্ত ছিলেন প্রেরণা যুব চক্রের একদল উদ্যোমী কর্মী। হাসিমুখে ব্যতিক্রমি এই উদ্যোগে  সকলে এই কাজটি করতে পেরে তাদের আনন্দ-অনুভূতি প্রকাশ করে বলেছেন আগামীতে এইরকম উদ্যোগে তারা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করবেন।

নিডি মানুষকে সম্মান জানিয়েই  এভাবে কাজটি করতে পেরে তারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রেরণার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী হাজী ফখরুল ইসলাম  ও  এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট কে।

প্রেরণার ঈদ উপহার কার্যক্রমে যারা যুক্ত ছিলেন তারা হলেন,সাংগঠনিক সম্পাদক শাব্বির শাহজাদা , শিক্ষা সম্পাদক, হাসানুল বান্না,সমাজসেবা সম্পাদক ছিদ্দিকুর রহমান,ক্রিড়া সম্পাদক আবু মাহিন, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ মাহমুদ তানিম, প্রচার সম্পাদক সরোয়ার আহমেদ।  কার্যকরী সদস্য শাকরান হুসেন ও মারওয়ান চৌধুরী প্রমুখ ।