‘আল্লাহ, তুই দেহিস’: সেই বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ৪ মাস পর মামলা
- আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 132
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ ফকিরকে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার আলোচিত ঘটনায় মামলা হয়েছে।
ভুক্তভোগী সত্তরোর্ধ্ব হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ মামলা দায়ের করেন বলে জানান তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান।
মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে অপারগতার কথা জানিয়েছেন ওসি টিপু সুলতান।
কোরবানির ঈদের আগে কাশিগঞ্জ বাজারে কয়েকজন লোক ফকির হালিম উদ্দিনকে ধরে জোরপূর্বক চুল-দাড়ি কেটে দেয়। তিনি সর্বশক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায় হয়ে বলতে থাকেন, “আল্লাহ, তুই দেহিস।”
এরপর থেকে হালিম উদ্দিন প্রায় ‘ঘরবন্দি’ হয়ে পড়েন। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, “ঘটনাটি প্রায় চার মাস আগের। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করি।”
শনিবার থানায় উপস্থিত হন হালিম উদ্দিন আকন্দ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে মো. শহীদ আকন্দ, প্রতিবেশী নাতি আলীম উদ্দিন আকন্দ এবং ভাতিজা মো. ফারুক মিয়া।
ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ওসি।




















