আল আইনে যাত্রা শুরু হলো ‘মদিনা গাউসিয়া’ রেষ্টুরেন্টের
- আপডেট সময় : ০৩:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / 1200
তরুন প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীর যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের গ্রীণ সিটি আল আইনের সানাইয়া ২ নম্বর গলিতে সম্পুর্ণ নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন করা হলো সু-স্বাধু দেশি ও এশিয়ান খাবারের অন্যতম বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান “মদিনা গাউসিয়া” রেষ্টুরেন্ট।
ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্টানটির ২জন স্বত্বাধিকারী প্রবাসী তরুন ব্যবসায়ী আনিসুর রহমান এবং মোঃ আলাউদ্দিন । এ সময় সাথে ছিলেন আরব আমিরাতের ব্যাবসায়ী লোকাল স্পনসর সুলতান ছালেম আল শামসি | এতে আরও উপস্থিত ছিলেন আল আইন এর স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ |
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। করোনা সংক্রমণ কমে আসার পর তারা আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ।
বাংলাদেশীদের প্রিয় খাবারের চাহিদা মেটাতে এ রেস্টুরেন্টটিকে সাধারণ প্রবাসীদের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করতে হবে বলে আশা প্রকাশ করেন তারা।
রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আনিসুর রহমান ও মোঃ আলাউদ্দিন আশা প্রকাশ করেন যে ,বাংলাদেশী নানা রকম খাবার পরিবেশনের মধ্য দিয়ে স্বদেশীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করা হবে এবং প্রবাসী বাংলাদেশীদের মাঝে রেষ্টুরেন্টটি জনপ্রিয় হয়ে উঠবে এবং তাদের চাহিদা মিটাতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন |
























