সংবাদ শিরোনাম :
আরব আমিরাতে রথযাত্রা
৫২ বাংলা
- আপডেট সময় : ০৩:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / 1619
দেশের সাথে সমন্বয় রেখে আর আমিরাতের আল আইনে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথটানার পাশাপাশি এ উপলক্ষে পূজা,ভোগ নিবেদন,ভজন কীর্তন ও গীতাপাঠ করা হয়। কিশোর চক্রবতীর সভাপতিত্বে,মিহির কান্তি শর্মার সঞ্চালনায় এ সময় আরব আমিরাতে বাস করা সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশীদের এ আয়োজনে পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিকদেরও অংশ নিতে দেখা গেছে।
[youtube]hTiPQHc9kYs[/youtube]






















