আমিরাতে ২০মে থেকে জীবানুনাশক স্প্রে কর্মসূচির সময় পরিবর্তন
নির্দেশ অমান্যকারীকে গুনতে হবে ৬৯ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / 1700
করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে আরব আমিরাতে চলছে জীবাণুনাশ স্প্রে কর্মসূচি। রমজান উপলক্ষে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবানুনাশক স্প্রে করার যে সময় নির্ধারণ করা হয়েছিল তা ২০ মে বুধবার থেকে পরিবর্তন করে রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছে।
গত সোমবার (১৮ মে) স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলাকালীন সময়ে আমিরাতে বসবাসরত সকলকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কেবলমাত্র খাদ্য ও ঔষধের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না।
এই নির্দেশ অমান্যকারীকে ৬৯ হাজার টাকা জরিমানা গুনতে হবে। তবে টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে।
ঈদের ছুটিতে মল এবং শপিং সেন্টারগুলি সম্পূর্ণ সতর্কতামূলক সব ব্যবস্হা গ্রহন করে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ৬০ বছরের উর্ধ্বে ও ১২ বছরের নিচে শিশুদের শপিং মলে প্রবেশ নিষেধ।
মসজিদ, মন্দির সহ প্রার্থনা কেন্দ্রগুলিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। খাদ্য আউটলেট, কোপারেটিভস, মুদি, সুপারমার্কেট এবং ফার্মেসীগুলো ২৪ ঘন্টা খোলা রাখতে পারবে।
সবার স্বাস্থ্য সুরক্ষায় এখন থেকে কোভিড ১৯ এর আইন অমান্য কারীদের বিপক্ষে কঠোর শাস্তির ব্যবস্হা করা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাইরে চলাফেরা করলে জরিমানাসহ জেল হতে পারে। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অব্যাহত থাকবে।






















