ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আব্দুল মালিক আর নেই,  জানাজা ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 571
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক স্বচ্ছলতা ও উন্নত জীবনের অসীম স্বপ্ন নিয়ে  দুই হাজার তেইশ সালে ওয়ার্ক পারমিট ভিসায়  যুক্তরাজ্যে এসেছিলেন শিক্ষিত  টকবগে যুবক   আব্দুল মানিক।

কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছে । স্বপ্নের দেশ, স্বপ্ন ভঙ্গের দেশ হয়েই যেন রইল তার জন্য! ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে আসলেও বাস্তবতা ছিল ভিন্ন। কাজীর গরু কেতাবেই ছিল,গোলায়ে নাই। অসংখ্যজনের মতো তিনিও ওয়ার্কপামিট ভিসায় এসে কাজ পাননি।

এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার, হাসপাতাল ইত্যাদি দৌড়ের মধ্যেই  নিয়তি জানালো তিনি দুরারোগ্য  রোগে আক্রান্ত।  অবশেষে জীবন প্রদীপ নিভেছে স্বপ্নের দেশের শহর লন্ডনের একটি হাসপাতালে।

আব্দুল মালিক গত ২৮ মার্চ লন্ডন সময়  ১২ টায় সেন্ট বাথ হসপিটাল লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের  জলঢুপের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত নিজ অঞ্চলের সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তিনি একজন ট্রাস্টি ছিলেন।

মরহুম আব্দুল মালিক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য  সহকারী পদে কর্মরত ছিলেন।

তিনি ১ ছেলে ও ১ মেয়ের বাবা।  তার বাবা মরহুম ফৈয়াজ আলী মাষ্টার। মাতা আতাবুন নেছা। ২ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়।

আগামীকাল শুক্রবার ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে মরহুম আব্দুল মালিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে Eternal Gardens Sidcup ,BR7, 6RP কবরস্থানে দাফন করা হবে।

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক :

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল মালিক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

মরহুম আব্দুল মালিক  একজন অত্যন্ত স্বজ্জন , মেধাবী ও ভালোমনের মানুষ উল্লেখ করে  এক শোক বার্তায় আল্লাহর কাছে তার রুহের মাগফিরা প্রার্থনা   ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য  সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আব্দুল মালিক আর নেই,  জানাজা ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে

আপডেট সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পারিবারিক স্বচ্ছলতা ও উন্নত জীবনের অসীম স্বপ্ন নিয়ে  দুই হাজার তেইশ সালে ওয়ার্ক পারমিট ভিসায়  যুক্তরাজ্যে এসেছিলেন শিক্ষিত  টকবগে যুবক   আব্দুল মানিক।

কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছে । স্বপ্নের দেশ, স্বপ্ন ভঙ্গের দেশ হয়েই যেন রইল তার জন্য! ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে আসলেও বাস্তবতা ছিল ভিন্ন। কাজীর গরু কেতাবেই ছিল,গোলায়ে নাই। অসংখ্যজনের মতো তিনিও ওয়ার্কপামিট ভিসায় এসে কাজ পাননি।

এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার, হাসপাতাল ইত্যাদি দৌড়ের মধ্যেই  নিয়তি জানালো তিনি দুরারোগ্য  রোগে আক্রান্ত।  অবশেষে জীবন প্রদীপ নিভেছে স্বপ্নের দেশের শহর লন্ডনের একটি হাসপাতালে।

আব্দুল মালিক গত ২৮ মার্চ লন্ডন সময়  ১২ টায় সেন্ট বাথ হসপিটাল লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের  জলঢুপের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত নিজ অঞ্চলের সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তিনি একজন ট্রাস্টি ছিলেন।

মরহুম আব্দুল মালিক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য  সহকারী পদে কর্মরত ছিলেন।

তিনি ১ ছেলে ও ১ মেয়ের বাবা।  তার বাবা মরহুম ফৈয়াজ আলী মাষ্টার। মাতা আতাবুন নেছা। ২ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়।

আগামীকাল শুক্রবার ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে মরহুম আব্দুল মালিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে Eternal Gardens Sidcup ,BR7, 6RP কবরস্থানে দাফন করা হবে।

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক :

জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল মালিক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

মরহুম আব্দুল মালিক  একজন অত্যন্ত স্বজ্জন , মেধাবী ও ভালোমনের মানুষ উল্লেখ করে  এক শোক বার্তায় আল্লাহর কাছে তার রুহের মাগফিরা প্রার্থনা   ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য  সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।