অসম সরকার কর্তৃক লেখক সংবর্ধনা পাচ্ছেন কবি মুজিব স্বদেশি
- আপডেট সময় : ০৫:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / 1042
অসম সরকারের ভাষা গৌরব প্রকল্পের অন্তর্গত ‘লেখক সংবর্ধনা’র জন্য নির্বাচিত হয়েছেন করিমগঞ্জের স্বনামধন্য লেখক, সাংবাদিক, গবেষক, কবি মুজিব স্বদেশি। বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোমবার বিকেল সাড়ে তিনটায় গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্র অডিটোরিয়ামে তাঁকে রাজ্য সরকার সংবর্ধনা প্রদান করবে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাসহ অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মুজিব স্বদেশির একাধিক গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে। তন্মধ্যে, বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ ও দেশভাগ, বাংলা যে দেশে রাষ্ট্রভাষা, নদী তুমি কথা কও, বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস (যৌথভাবে সম্পাদিত) উল্লেখযোগ্য। তা ছাড়াও, দেশবিদেশের বিভিন্ন সংকলনে তাঁর কবিতা, প্রবন্ধ, গবেষণামূলক রচনা নিয়মিত প্রকাশিত হচ্ছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বায়ান্ন বাংলা ডট কম-এর তিনি আসাম প্রতিনিধি ও দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার প্রকাশক ছাড়াও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। উক্ত অনুষ্ঠানে অসমের বিভিন্ন ভাষার নির্বাচিত লেখকদেরও সংবর্ধনা প্রদান করা হবে। প্রত্যেকজন লেখককে নগদ পঞ্চাশ হাজার টাকা, প্রশংসাপত্র ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হবে।



















