ক্রিকেট বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড
- আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / 1430
অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এক চমকতারা। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসান রেকর্ড গড়েছেন। বিলেতের মাটিতে এ রেকর্ডে প্রবাসিদের মাঝে আনন্দের বন্যা বয়ে এনেছে। ‘বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত মাঠের আকাশ বাতাশ। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে দুই জায়গায়ই সাকিবের আছে অগণিত রেকর্ড। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।
দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব।
এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। আজ (রোববার) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। যেখানে ফিফটি তুলে অপরাজিত আছেন সাকিব।
সাকিবের সামনে আজই সুযোগ থাকছে আরও একটি মাইলফলক গড়ার। আর এক উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেটের মালিক হবেন তিনি। সাকিবের আগে এই রেকর্ড গড়েন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।





















