ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি হাদির মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল ধানমন্ডি এলাকায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা-৮ আসনের প্রার্থীকে প্রকাশ্যে গুলি, নির্বাচনী পরিবেশ বানচালের ‘নীলনকশা’ বলছে বিএনপি

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
  • / 1863
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবী আল আইন বি-ডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯ টায় দুবাই থেকে যাত্রা শুরু করে শারজাহ হয়ে আবুধাবি কর্নিশ ফ্যামিলী পার্কে যাওয়া হয়। দুপুরের খাবার এবং নানা রকম খেলাধুলার পর রওয়ানা দেওয়া হয় আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাহিল পার্কের উদ্দেশে। জাহিল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা, গান, আড্ডার মধ্য দিয়ে সময় কাটানো হয়। তারপর সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ এর বাসভবন (আল আইন মিউজিয়াম) ভ্রমণ করা হয়।

দুবাই থেকে আবুধাবি, আল আইন, হয়ে দুবাই ফিরে আসা পর্যন্ত গাড়িতে চলে গান আড্ডা। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ দিয়ে শুরু করে চলে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা সহ বিখ্যাত গায়ক দের গান গেয়ে জমিয়ে রাখা হয় পুরো সময়।
আনন্দ ভ্রমনের যাত্রাকালে সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তিশা সেনের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ রঙ্গু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় ঘোষ, সহ সভাপতি দরবেশ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ টিভির সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমান এবং অঅনুপ কুমার সেন।

গান গেয়ে জমিয়ে রাখেন লুৎফুর রহমান, তিশা সেন, সঞ্জয় ঘোষ, ইমন, হারুনুর রশীদ, ইমরা্‌ দরবেশ আলী, সুফী মুন্সী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল আইনে আনন্দ ভ্রমণরত সদস্যদের স্বাদর আমন্ত্রন জানান কমিউনিটির বিশিষ্ট নেতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। এ সময় নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫০ জনের দলের এ ব্যতিক্রমি ভ্রমণ আরব আমিরাতের কমিউনিটির সকলের নজর কেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ

আপডেট সময় : ০৯:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবী আল আইন বি-ডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯ টায় দুবাই থেকে যাত্রা শুরু করে শারজাহ হয়ে আবুধাবি কর্নিশ ফ্যামিলী পার্কে যাওয়া হয়। দুপুরের খাবার এবং নানা রকম খেলাধুলার পর রওয়ানা দেওয়া হয় আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাহিল পার্কের উদ্দেশে। জাহিল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা, গান, আড্ডার মধ্য দিয়ে সময় কাটানো হয়। তারপর সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ এর বাসভবন (আল আইন মিউজিয়াম) ভ্রমণ করা হয়।

দুবাই থেকে আবুধাবি, আল আইন, হয়ে দুবাই ফিরে আসা পর্যন্ত গাড়িতে চলে গান আড্ডা। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ দিয়ে শুরু করে চলে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা সহ বিখ্যাত গায়ক দের গান গেয়ে জমিয়ে রাখা হয় পুরো সময়।
আনন্দ ভ্রমনের যাত্রাকালে সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তিশা সেনের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ রঙ্গু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় ঘোষ, সহ সভাপতি দরবেশ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ টিভির সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমান এবং অঅনুপ কুমার সেন।

গান গেয়ে জমিয়ে রাখেন লুৎফুর রহমান, তিশা সেন, সঞ্জয় ঘোষ, ইমন, হারুনুর রশীদ, ইমরা্‌ দরবেশ আলী, সুফী মুন্সী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল আইনে আনন্দ ভ্রমণরত সদস্যদের স্বাদর আমন্ত্রন জানান কমিউনিটির বিশিষ্ট নেতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। এ সময় নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫০ জনের দলের এ ব্যতিক্রমি ভ্রমণ আরব আমিরাতের কমিউনিটির সকলের নজর কেড়েছে।