নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন।
১৯ জুন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন বলেন, আশা করি শিগগিরই সরকার পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দেবে। নতুন উপাচার্য আসার আগ পর্যন্ত সবাইকে নিয়ে আমি বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখার সর্বোচ্চ চেষ্টা করব।