ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা

বিলেতে বাঙালির ঈদে ওভালের রং

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • / 1268
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান আর ঈদ কেনাকাটায় বেশ কিছু দিন ধরেই উৎসবমুখর হয়ে আছে ব্রিটেনের বাঙালিপাড়া। এই উৎসবে নতুন করে যোগ হয়েছে আরেক আমেজ। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বিজয়ের পর লন্ডন কিংবা অন্যান্য শহরগুলোর বাঙালিরা পেয়েছেন উৎসবের নতুন উপলক্ষ। কাল থেকে দেখা গেছে সব জায়গায়ই উচ্ছ¡সিত মানুষের একই কথা, জিতে গেছে বাংলাদেশ। ওভালের জয়ে এখানে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মদের কাছে উঠে এসেছে যেন নতুন এক বাংলাদেশ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সব পরিবারের বংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা এ খেলা দেখেছে। শুধু তাই নয়, গর্ব নিয়েই তাৎক্ষণিকভাবে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিনদেশি বন্ধুদের সঙ্গে বাংলাদেশের এ বিজয়কে শেয়ার করেছে তারা।

সাকিব-মাশরাফিদের খেলা দেখতে ইউরোপ-আমেরিকা থেকেও ছুটে এসেছেন অনেক বাংলাদেশি। তাদের পাশাপাশি ব্রিটেনের দর্শকদের উপস্থিতিতে খেলার দিন ওভাল স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। তাদের দম ফাটানো ‘বাংলাদেশ… বাংলাদেশ…’ শ্লোগান যেমন টাইগার বাহিনীকে তেজোদ্দীপ্ত রেখেছে, তেমনি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ¡াস দেখে ভিনদেশিরাও পর্যন্ত অংশ নিয়েছে গ্যালারির আনন্দ-উল্লাসে। ওভালের ‘এন্টারটেইনমেন্ট কর্নার’ ছিল বাংলাদেশময়। টাইগারের কস্টিউম পরা দর্শকদের নিয়ে ‘এন্টারটেইনমেন্ট কর্নারে’ নেচেছে ভিনদেশি মানুষগুলো, এদের কণ্ঠেও উচ্চারিত হয়েছে ‘বাংলাদেশ’ কিংবা ‘টাইগার’।

ওভালের সেই তেজ আর উচ্ছাস এখনো যেন লন্ডনের বাঙালিপাড়ায় ঢেউ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাকে সামনে রেখে এমনিতেই ব্রিকলেন কিংবা হোয়াইট চ্যাপেলের বেশ কিছু দোকানে ঝুলছে বাংলাদেশের টি-শার্ট, পত পত করে উড়ছে বাংলাদেশের পতাকা। তরুণ-বৃদ্ধ-শিশুরা কিনছে এসব। খেলার দিন ওভালে দেখা গেছে, ভিনদেশি ব্যবসায়ীরা (শেতাঙ্গ ফেরিওয়ালা) পর্যন্ত ফেরি করেছে বাংলাদেশের ব্যাজ, মাথায় বাঁধার ফিতা, বাচ্চাদের ছোট পতাকা।

আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই খেলাটাও হচ্ছে ওভালেই। বলাই বাহুল্য, এ দিনও বাংলাদেশি সমর্থকদেরই আধিক্য থাকবে। তবে গত খেলার মতো উপচে পড়া ভিড় হয়তো হবে না। কারণ ব্রোঞ্জ আর সিলভার টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ব্রিটেনে মঙ্গলবার নাকি বুধবার ঈদুল ফিতর হবে- এই দ্বিধায় লন্ডনের বাইরের অনেকেই এ খেলার টিকেট কেনেননি। কিন্তু লন্ডনের স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ঠিকই খেলা দেখবেন। কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দিন নিয়ে সন্দিহান থাকার পরও তারা টিকেট কিনেছেন এবং কাল অবশ্যই ওভালে যাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, শুধু গোল্ড আর প্লাটিনাম টিকেট এখনো পাওয়া যাচ্ছে। তবে তাও আছে সীমিত।

বাংলাদেশের দলনেতা মাশরাফি মাঠে বাংলাদেশের সমর্থকদের উচ্ছসিত প্রশংসা করেছেন। এই প্রশংসায় আরো তেজোদ্দীপ্ত হয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বুধবার আবারো জেগে উঠবে ওভাল, বাঘের হুঙ্কারে কেঁপে উঠবে আকাশ-বাতাস, মাশরাফি-সাকিবরা ছিনিয়ে আনবেন আরেকটি বিজয়- এই প্রত্যাশায় বুক বেঁধে আছেন ব্রিটেনের বাংলাদেশিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফারুক যোশী

ফারুক যোশী; কলামিস্ট, প্রধান সম্পাদক; ৫২বাংলাটিভিডটকম
ট্যাগস :

বিলেতে বাঙালির ঈদে ওভালের রং

আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯

রমজান আর ঈদ কেনাকাটায় বেশ কিছু দিন ধরেই উৎসবমুখর হয়ে আছে ব্রিটেনের বাঙালিপাড়া। এই উৎসবে নতুন করে যোগ হয়েছে আরেক আমেজ। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের বিজয়ের পর লন্ডন কিংবা অন্যান্য শহরগুলোর বাঙালিরা পেয়েছেন উৎসবের নতুন উপলক্ষ। কাল থেকে দেখা গেছে সব জায়গায়ই উচ্ছ¡সিত মানুষের একই কথা, জিতে গেছে বাংলাদেশ। ওভালের জয়ে এখানে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মদের কাছে উঠে এসেছে যেন নতুন এক বাংলাদেশ। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় সব পরিবারের বংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা এ খেলা দেখেছে। শুধু তাই নয়, গর্ব নিয়েই তাৎক্ষণিকভাবে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিনদেশি বন্ধুদের সঙ্গে বাংলাদেশের এ বিজয়কে শেয়ার করেছে তারা।

সাকিব-মাশরাফিদের খেলা দেখতে ইউরোপ-আমেরিকা থেকেও ছুটে এসেছেন অনেক বাংলাদেশি। তাদের পাশাপাশি ব্রিটেনের দর্শকদের উপস্থিতিতে খেলার দিন ওভাল স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। তাদের দম ফাটানো ‘বাংলাদেশ… বাংলাদেশ…’ শ্লোগান যেমন টাইগার বাহিনীকে তেজোদ্দীপ্ত রেখেছে, তেমনি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ¡াস দেখে ভিনদেশিরাও পর্যন্ত অংশ নিয়েছে গ্যালারির আনন্দ-উল্লাসে। ওভালের ‘এন্টারটেইনমেন্ট কর্নার’ ছিল বাংলাদেশময়। টাইগারের কস্টিউম পরা দর্শকদের নিয়ে ‘এন্টারটেইনমেন্ট কর্নারে’ নেচেছে ভিনদেশি মানুষগুলো, এদের কণ্ঠেও উচ্চারিত হয়েছে ‘বাংলাদেশ’ কিংবা ‘টাইগার’।

ওভালের সেই তেজ আর উচ্ছাস এখনো যেন লন্ডনের বাঙালিপাড়ায় ঢেউ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাকে সামনে রেখে এমনিতেই ব্রিকলেন কিংবা হোয়াইট চ্যাপেলের বেশ কিছু দোকানে ঝুলছে বাংলাদেশের টি-শার্ট, পত পত করে উড়ছে বাংলাদেশের পতাকা। তরুণ-বৃদ্ধ-শিশুরা কিনছে এসব। খেলার দিন ওভালে দেখা গেছে, ভিনদেশি ব্যবসায়ীরা (শেতাঙ্গ ফেরিওয়ালা) পর্যন্ত ফেরি করেছে বাংলাদেশের ব্যাজ, মাথায় বাঁধার ফিতা, বাচ্চাদের ছোট পতাকা।

আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই খেলাটাও হচ্ছে ওভালেই। বলাই বাহুল্য, এ দিনও বাংলাদেশি সমর্থকদেরই আধিক্য থাকবে। তবে গত খেলার মতো উপচে পড়া ভিড় হয়তো হবে না। কারণ ব্রোঞ্জ আর সিলভার টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ব্রিটেনে মঙ্গলবার নাকি বুধবার ঈদুল ফিতর হবে- এই দ্বিধায় লন্ডনের বাইরের অনেকেই এ খেলার টিকেট কেনেননি। কিন্তু লন্ডনের স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ঠিকই খেলা দেখবেন। কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দিন নিয়ে সন্দিহান থাকার পরও তারা টিকেট কিনেছেন এবং কাল অবশ্যই ওভালে যাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, শুধু গোল্ড আর প্লাটিনাম টিকেট এখনো পাওয়া যাচ্ছে। তবে তাও আছে সীমিত।

বাংলাদেশের দলনেতা মাশরাফি মাঠে বাংলাদেশের সমর্থকদের উচ্ছসিত প্রশংসা করেছেন। এই প্রশংসায় আরো তেজোদ্দীপ্ত হয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। বুধবার আবারো জেগে উঠবে ওভাল, বাঘের হুঙ্কারে কেঁপে উঠবে আকাশ-বাতাস, মাশরাফি-সাকিবরা ছিনিয়ে আনবেন আরেকটি বিজয়- এই প্রত্যাশায় বুক বেঁধে আছেন ব্রিটেনের বাংলাদেশিরা।