­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

আমিরাতে ৫ হাজার শ্রমিককে ইফতার করালো বাংলাদেশি কোম্পানি



সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধিন আল ওয়াফা গ্রুপের পক্ষ থেকে ৫ হাজার রেমিটেন্স যোদ্ধাদের উন্নত পরিবেশে ইফতার করানো হয়েছে।

রোববার আরব আমিরাতের আজমানের জার্ফ এলাকায় ১ কিলোমিটার জুড়ে অবস্থিত কোম্পানির নিজস্ব শ্রমিক আবাসনে এর আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মিশর সহ নানাদেশের শ্রমিকরা এ ইফতারে অংশ নেয়। নজিরবিহীন এমন আয়োজনের প্রশংশা করেছেন শ্রমিকদের সাথে ইফতার করতে আসা সংযুক্ত আরব আমিরাতের শ্রম মন্ত্রণালয়ের সচিব ড. ওমর নাঈমি। তাঁর সাথে শ্রম মন্ত্রণালয়ের ১০ সদস্যের একটি টিম অংশ নেয়। তাঁরা শ্রমিকদের সারিতে বসে ইফতার করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক মহা পরিচালক আহমদ ইলিয়াছি। পুরো ইফতারের তদারকিতে ছিলেন আল ওয়াফা গ্রুপের পরিচালক (প্রশাসন) মীর কামাল। এ ইফতার বিষয়ে কোম্পানির স্বত্বাধিকারি নড়াইলের বাসিন্দা আব্দুল হক বলেন, আমাদের প্রতি সম্পাদে শ্রমিকদের হক রয়েছে। তাদের প্রাপ্য হক এবং ইফতারের আনন্দ ভাগ করতে এ আয়োজন।

বাংলাদেশি মালিকানাধিন এ ক্ম্পোনি দুবাই, আজমান ও শারজাহতে নিজস্ব শ্রমিক আবাসন রয়েছে। প্রতি আবাসনে রয়েচে নিজস্ব ক্লিনিক। শ্রমিকদের স্বাস্থ্য সুবিধা দিতে এমন আয়োজন রাখা হয়েছে বলেও জানান কোম্পানির স্বত্বাধিকারি আব্দুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন