প্রোটিয়াদের ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের আসর শুরু করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ড।অনেকেই ভাবছেন, শুরুতেই এমন হারে স্বভাবতই দক্ষিণ আফ্রিকার মনোবলে বড় চিড় ধরার কথা!
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বললেন দৃঢ মনোবলের কথা। খেলা পরবর্তি সংবাদ ব্রিফিংএ এমন প্রত্যয়ের কথাই জানালেন তার দল সহ ক্রিকেট ভক্তদের। ‘ ওই ম্যাচ নিয়ে না ভেবে পরের পরের ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিতে চায় তার দল।’
নিজেদের ভুলগুলোর কথা উল্লেখ করে বলেছেন, ‘ ইংল্যান্ড আমাদের চেয়ে তিন বিভাগেই ভালো দল। আমাদের এখন আসরের পরবর্তী ম্যাচগুলোতে মনোযোগ দেওয়াটাই গুরুত্বপুর্ণ। আমরা এই ম্যাচকে ভুলে যেতে চাই। ইংল্যান্ড এই আসরের যে কোনো দলের চেয়ে ভালো ব্যাট করার ক্ষমতা রাখে। শেষ ১৫ ওভারে তারা খুবই ভালো করেছে। তারা প্রায় নিয়মিতই ৩৫০ রান করছে। আমরা তাদেরকে কম রানেই আটকে রেখেছিলাম।’
মূলত জোফরা আর্চারের গতির কাছেই হার মেনেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তাকে তাই প্রশংসায় ভাসালেন ডু প্লেসিসও।
প্রোটিয়া বিপক্ষ দলের খেলার প্রসংসা করেছে দলপতি, ‘আর্চার নতুন বলে দারুণ বল করেছে। আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানই এর আগে তাকে কখনও খেলেনি। সে স্লোয়ার বল করছে, কিন্তু হঠাৎই আবার জোরে বাউন্সার করছে। যা ব্যাটসম্যানদের জন্য খুবই বিভ্রান্তিকর ছিল।’