­
­
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «   আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম, উদ্দেশ্য কী?  » «   ঢাকায় হামজার অভিষেকে ছাড়া হবে ১৮ হাজার টিকিট  » «  

দারুস সালাম মসজিদের সম্প্রসারণে সহযোগিতার আহবান



ম্যানচেষ্টারের দারুস সালাম মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্টাকালীন সময় থেকেই মসজিদ পরিচালনার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছরই এ প্রতিষ্ঠান থেকে আমাদের শিশু কিশোররা কোরআনে হাফিজ হচ্ছে।

বর্তমানে নামাজের সময় মসজিদের ভিতরে মুসল্লিদের জায়গা না হওয়ায় মসজিদটির সম্প্রসারন করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। সে লক্ষে গত ৩০শে মে বৃহষ্পতিবার মসজিদ কমিটির পক্ষ তেকে মাহে রমজান উপলক্ষে ইফতার দোয়া ও এক ফান্ডরাইজিং এর আয়োজন করা হয়।হাফেজ সালমান আল মহসিনের কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টানটি শুরু হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ পারলামেন্টের এমপি এম আফজাল খান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ মুসলিম হেরিটেইজ সেন্টারের চেয়ারম্যান নাসির মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আহমেদ আলী,কাউন্সিলার রব নেওয়াজ,কাউন্সিলার নাইমুল হাসান ছারা বিভিন্ন কমিনিউটির নেত্রীবৃন্দ ও বিপুল সংখ্যাক ধর্মপ্রান মসল্লি অংশ গ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম আফজাল খান ও অন্যান্য অতিথিরা তারা তাদের বক্তব্যে মসজদি সম্প্রসারনে সহযোগতিার জন্য মুসল্লিদের এগিয়ে আসার আহবান জানান।ইফতার পূর্বে মুসল্লিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন মসজিদের ইমাম ও খাতিব আব্দুল মালেক আল মহসিন।আব্দুল মতিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির চেয়ারম্যান মো:আব্দুর রহমান।

 

কন্ঠ: সাবিনা ইয়াসমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন