বিয়ানীবাজার থেকে দুটি বিদেশী পাইপগানসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাদেরকে দুজনকে পাইপগানসহ থানায় হস্তান্তর করা হয়।
তারা হল উপজেলার মোল্লাপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে আফজাল হোসেন মুন্না (২২) ও পাতন গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে নিহাল আশরাফ (২১)। গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলাধীন পাতন গোডাউন বাজার থেকে তাদের আটক করে।