ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে খোলা মাঠে জুম্মার নামাজ আদায় করে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশী মুসল্লিরা। ‘মসজিদ এ রোম’ সম্প্রতি নানা অজুহাতে বন্ধ করে দেয় রোম মিনিসিপিউ পুলিশ। এরই প্রতিবাদে রোমের লার্গো প্রেনেসতিনায় শুক্রবার ১০ মে খোলা মাঠে জুম্মার আদায় করেন মুসল্লিরা।
বাংলাদেশ সমিতি ইতালি ও ধুমেকেতু সোস্যাল অর্গানাইজেশনের সার্বিক সহযোগীতায় এই প্রতিবাদী নামাজ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান, সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বর্তমান সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন, মসজিদ এ রোমার খতিব মাওঃ মিজানুর রহমান সহ আরো অনেকে।
এ সময় মুসুল্লিরা বলেন শিঘ্রই মসজিদ খুলে না দেওয়া হলে তারা আন্দোলনে যাবেন।