জন্মদিন উদযাপনের নামে যেন এক ধরনের পাষবিক খেলায় মেতে উঠেছে বাংলাদেশর কিছু তারুণ্য।
তেজগাঁও শিল্প এলাকার বি.জি প্রেস উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায় এই রকম অমানবিক চর্চায় জন্ম দিন পালনের দৃশ্য।
বন্ধুর জন্মদিনের আনন্দ করতে তাকে বিদ্যালয়ের পাশের একটি খুটিতে হাত-পা ও চোখ বেধে তাকে ময়দা মাখিয়ে এবং গায়ে ডিম ছুড়ে তার জন্মদিন পালন করেছে তারই সহপাঠিরা।
উৎসুকরা জানতে চাইলে তারা বলেছে. এটা নাকি জন্মদিন পালনের নতুন একটা ট্রেন্ড। তরুনরা এখন এভাবেই জন্মদিন পালনে মজা পায়!
উল্লেখ্য কিছু দিন আগে, একই ধরণের ট্রেন্ড এ জন্মদিন পালন করতে গিয়ে চোখ হারাতে হয়েছিল সিয়াম নামের আরেক তরুনকে। প্রবল বেগে ডিম ছুড়ার ফলে সায়েমের চোখে ডিমের খোসার আঘাতে এক চোখের কর্ণিয়া মারাত্নক ক্ষতিগ্রস্থ হয় এবং তাকে অন্ধত্ব বরণ করতে হয়।
আতংকের বিষয় হলো, এই সব ট্রেন্ডগুলো রাজধানীতে দিন দিন বাড়ছে এবং এই উন্মাদনায় জড়িতরা স্কুল ও কলেজের শিক্ষার্থী।
এবং এইসব ঘটে যাওয়া ইনসিডেন্ট এর বিপক্ষে সংখ্যাগরিষ্ট শিক্ষার্থী ,শিক্ষক ও অভিবাবকদের প্রতিবাদি কণ্ঠও শুনা যায়নি।
কণ্ঠ: সুমু মির্জা