শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আগামী ৯ই জুলাই লন্ডনে  » «   বিশ্বনাথে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান  » «   রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়  » «   দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব অর্জন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

গ্রুপের সর্বশেষ ম্যাচটি ছিল কিরগিস্থানের বিপক্ষে। যদিও এক ম্যাচ হাতে রেখে আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলই। এজন্য ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের। যার জন্যে বাংলাদেশের কমপক্ষে ড্র করার দরকার ছিল। কিন্তু আশা জাগানো বাংলাদেশের দুরন্ত এই অনূর্ধ্ব-১৯ প্রমিলা দলটি শেষ পর্যন্ত কিরগিজদের ২-১ গোলে হারিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার।

শুরুটাই ছিল বাংলাদেশের জনে বেশ রোমাঞ্চকর। ২৯ সেকেন্ডেই প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত প্রায় হাজার দশেক দর্শক প্রত্যাশায় উন্মুখ হয়েছিল আরও গোল দেখার জন্য। পরপর আক্রমণে কিরগিস্তান রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে ফেলে বাংলাদেশ। কৃষ্ণা, সানজীদা, মারিয়ারা নিজেদের নৈপুণ্যের সেরাটাই দিয়েছেন। কিক-অফ থেকে বাম প্রান্তে বলটা দিয়েছিলেন সেন্টারব্যাক আঁখি খাতুন। কিরগিজ রাইটব্যাক ঝুঁকি না নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। দ্রুত থ্রো-ইন করে কৃষ্ণার পায়ে বল দেন শামসুন্নাহার। সেখান থেকে কৃষ্ণার নেওয়া ক্রস শট কিরগিজ গোলরক্ষক ইরিনার হাত ফসকে বের হয়ে গেলে ফলোআপ থেকে দ্রুত এসে টোকা দিয়ে গোল করেন সানজীদা।

এরপরের গোলের জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় কৃষ্ণা-মারিয়াদের। বল গোলপোস্টের সাথে লেগে বাইরে চলে যাওয়া, গোল পস্টের পাশ দিয়ে চলে যাওওার প্রহরগুলো গুন্তে থাকে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে মারিয়া মান্দার বক্সের মধ্যে কিরগিস্তানের দুই সেন্টারব্যাককে বোকা বানিয়েও বাইরে মারেন। পরবর্তীতে ৫৯ মিনিটে ২-০ ব্যবধান নিশ্চিত করেন কৃষ্ণা। রাইট উইঙ্গার সানজীদা ডান প্রান্ত দিয়ে ঝড়বেগে ঢুকে ক্রস করলে আবারো কিরগিজ গোলরক্ষকের হাত ফসকে সোনার হরিন বল বের হয়ে যায়। পাশেই ঝাপটে থাকা কৃষ্ণা দেখেশুনে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি। এরপরে আরো অনেকগুলো সুন্দর সুযোগ আসলেও বল জালে পর্যন্ত গড়ায়নি। তা না হলে ব্যাবধান আরো বেশি হতে পারতো।

খেলার ৬৮ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনার ভুলে ব্যবধান কমায় কিরগিস্তান নারী দল। বক্সের ডান প্রান্ত থেকে আখমাতকুলুভার শট রুপনার হাত ফসকে জালের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে বেশ কয়েকবার গোল ব্যবধান বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের সামনে কিন্তু শেষমেশ ২-০তেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন