­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

স্পেন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্টিত



সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নির্দেশনায় স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে স্থানীয় সময় সোমবার (২২এপ্রিল) রাত ৮ টায় এই কর্মী সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।এতে সভপতিত্ব করেন স্পেন আওয়ামীলীগের অন্যতম নেতা এস আর আই এস রবিন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়।

আওয়ামীলীগ নেতা মোঃ দুলাল সাফার সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন,এম এ কাদের,আয়ূব আলী সোহাগ,মোঃ কিরণ, শাহ আলম, শেখ ইসলাম, আব্দুল কায়ূম সেলিম, জানে আলম, বাতেন সরকার,আক্তার হোসেন,মোঃ জসিম,আজম কাল, এফ এম ফারুক পাভেল, মোঃ সায়েম, দবির তালুকদার, মোঃ ফয়সাল,মোঃ হাসান, মোঃ জালাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি ভূখন্ড দিয়ে গেছেন। সেটি এখন সোনার বাংলায় পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যার নেতৃত্বে। তবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসী নেতাকর্মীদের ও ভূমিকা থাকতে হবে।’

এস আর আই এস রবিন তার সমাপনী বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলার অবিস্মরণীয় ঘটনাবলি পাশ্চাত্যের বন্ধুদের কাছে সবিস্তারে উল্লেখ করতে হবে দলীয় নেতা-কর্মীদের। কারণ, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রবাসেও নিরলস কাজ করছে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার এ গতিধারা কোন অপশক্তি রোধ করতে পারবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন