­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

আমিরাতে শাহিনুর পাশা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম বুলবুল সংবর্ধিত



সংযুক্ত আরব আমিরাতে সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী ও ইসলামী সংগীতশিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলের আরব আমিরাত আগমণ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে সিলেট প্রবাসী সমাজকল্যাণ সংস্থা।

সোমবার আরব আমিরাতের আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মীর্জা আবু সুফিয়ান।

সংগঠনের সদস্য সচিব জাহেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রব, পাইলগাও প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি জহুর আলী, আল ইসলাম সভাপতি জয়নুল আবেদিন, সম্পাদক ক্বারী নেজামুল ইসলাম, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. শামসুল ইসলাম মুন্না, একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন জালালি। এ সময় আরো বক্তব্য রাখেন আব্দুল মান্নান, নোমান হানিফ, আব্দুস শুকুর, রউসন মিয়া, মুক্তাদির হোসেন সহ আরো অনেকে।

বক্তারা বলেন, সিলেটের সকল অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে একই সাথে সব মানুষ বেরিয়ে এসেছিলেন। প্রবাসেও এই ধারা অব্যাহত আছে। আগামিতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রবাসেও নিজ এলাকার ইতিহাস ঐতিহ্য লালন করে যাবার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।

এ সময় বাংলাদেশ থেকে আগত দু অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রবাসীরা। এ সময় প্রবাসী এবং বাংলাদেশ নিয়ে লেখা ইসলামী সংগীত পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম বুলবুল। আরো সংগীত পরিবেশন করেন মীর্জা শাহী মোবারক ও রিয়াজুল ইসলাম রাজু।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত ও দোয়া কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন