ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত

দফায় দফায় বোমা হামলায় কাঁপলো শ্রীলঙ্কা
কিছু হৃদয়স্পর্শী ছবি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • / 1404
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২১ এপ্রিল রবিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনরত গির্জাগুলোয় সিরিজ বোমা হামলায় কাঁপল গোটা শ্রীলংকা।

সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দুটি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে।

যাদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

প্রার্থনালয়গুলো যখন কাঁপছিল, সমান তালে হামলা হতে থাকে কলম্বোর অভিজাত কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে।

এই হোটেলগুলোতে তখন বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন।

গোটা কলম্বোবাসী ঘটনার আকস্মিকতা কাটিয়ে না উঠতেই দেহিওয়ালা জেলার ওই হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায় ফের হামলা হয়।

বার্তা সংস্থা এএফপি এবং সেন্ট সেবাস্টিন গির্জা কর্তৃপক্ষ হামলার পরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

তাতে দেখা যায়, বোমা বিস্ফোরণে লন্ডভন্ড গির্জার ভেতরের জায়গা।মেঝেতে পড়ে আছে লাশ আর রক্তের ছোপ।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের দমনের পর বেশ শান্তির জনপদ হয়ে ওঠে শ্রীলংকা।

কিন্তু শেষমেশ এই বোমা হামলার পর আবার স্তম্ভিত হয়ে পড়লো দেশটি।।

দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

ছবি: টুইটার থেকে সংগ্রহ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দফায় দফায় বোমা হামলায় কাঁপলো শ্রীলঙ্কা
কিছু হৃদয়স্পর্শী ছবি

আপডেট সময় : ০৮:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯

২১ এপ্রিল রবিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনরত গির্জাগুলোয় সিরিজ বোমা হামলায় কাঁপল গোটা শ্রীলংকা।

সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দুটি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে।

যাদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

প্রার্থনালয়গুলো যখন কাঁপছিল, সমান তালে হামলা হতে থাকে কলম্বোর অভিজাত কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে।

এই হোটেলগুলোতে তখন বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন।

গোটা কলম্বোবাসী ঘটনার আকস্মিকতা কাটিয়ে না উঠতেই দেহিওয়ালা জেলার ওই হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায় ফের হামলা হয়।

বার্তা সংস্থা এএফপি এবং সেন্ট সেবাস্টিন গির্জা কর্তৃপক্ষ হামলার পরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

তাতে দেখা যায়, বোমা বিস্ফোরণে লন্ডভন্ড গির্জার ভেতরের জায়গা।মেঝেতে পড়ে আছে লাশ আর রক্তের ছোপ।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের দমনের পর বেশ শান্তির জনপদ হয়ে ওঠে শ্রীলংকা।

কিন্তু শেষমেশ এই বোমা হামলার পর আবার স্তম্ভিত হয়ে পড়লো দেশটি।।

দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

ছবি: টুইটার থেকে সংগ্রহ