স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশীরা। এই মহান নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত বর্ণাঢ্য জন্মদিনে শিশুরা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক উপস্থিত বক্তব্য, আবৃত্তি ও খেলায় অংশগ্রহন করে।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স সিকদার মো: আশরাফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, আজকের শিশুরাই আগামী দিনে দেশে-বিদেশে নেতৃত্ব দিতে অনুপ্রাণীত হবে।
এছাড়াও আলোচনা সভায় সর্বইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে.এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুব লীগ ইতালি শাখা, ইতালি মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখা, ছাত্রলীগ ইতালি শাখা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালী এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আজ জাতির আনন্দের দিন। এইদিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। পরে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স ও উপস্থিত নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের সব উপস্থিত সকল শিশুদেরপুরস্কার প্রদান করেন। এসময় প্রবাসী অভিভাবকরা মনে করেন, এধরনের আয়োজনের মাধ্যমে আমাদের প্রজন্ম বাংলাদেশ ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে।