যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এবার ইটালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে মিলান, ভেনিসের পর রোমের কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করে বাংলা কাগজ । রাজধানী রোমের একটি হলে আয়োজিত এই মত বিনিময় সভার সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। সাংবাদিক লাবন্য চৌধুরীর সঞ্চালনায় বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ এ কমিউনিটির এওয়ার্ড এর বিস্তারিত তুলে ধরেন।
এই সময় রোমের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ আয়োজনের সহযোগিতা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তারা বলেন ‘বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড’ ইতালী প্রবাসীদের ভাল কাজ করতে অনুপ্রানিত ও আগ্রহ বাড়াবে।এওয়ার্ড প্রদানে কমিউনিটির সঠিক ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়ার উপর সভায় গুরুত্বারুপ করা হয়। নতুবা বাংলা কাগজ এর এই আয়োজন কমিউনিটিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও বাংলা প্রেস ক্লাব ইতালীর নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ ও নাজমুল হোসেন ছাড়াও লন্ডন, স্পেন থেকে বাংলা কাগজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ১৪ এপ্রিল সাগর কন্যা ভেনিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই এওয়ার্ড প্রদান করা হবে। তারা বিশেষ করে ইতালী বাঙ্গালি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।