ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখা আয়োজন করেছিল এক আলোচনা সভার। সংগঠনের সহ-সভাপতি জনাব গৌছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তাফার পরিচালায় সভার শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ১৯৭৫ সালে জাতির পিতা সহ সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাফর আহমদ। উক্ত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ডাঃ নজরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন রুহেল, রুহুল আমিন চৌঃ মামুন, আব্দুল হান্নান, ফয়জুল হক জুয়েল, আজম চৌঃ, মোঃ সদর উদ্দিন, জুয়েল মিয়া প্রমুখ।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম বলেন ৭ই মার্চের ভাষণ বাঙ্গালী জাতির মুক্তির সনদ ছিল। বঙ্গবন্ধু যদি এই আহবান না করতেন বাংলার আপামর জনগনকে না জাগাতেন হয়ত আজও আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতে হত। সেই ভাষণ শুধু একটা ভাষণ ছিল না, এটা একটা মন্ত্র ছিল হেমিলনের বাশীঁ ওলার মত, এ যেন এক বিদ্যুৎ রুশ্মী যা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল। তাইত কৃষক, শ্রমিক, ছাত্র শিক্ষক থেকে শুরু করে সবাই ঝাপিয়ে পড়েছিল দেশ মাতাকে রক্ষায়।