‘মহিলা সমাবেশ’ স্থগিত করল জামায়াত, কারণ কী?
- আপডেট সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 31
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১শে জানুয়ারির ‘মহিলা সমাবেশ’ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।
এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মূলত নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো। তিনি বলেছিলেন, ৩১শে জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী না দেওয়া না দেওয়া নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নারী প্রার্থী দিলেও জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি।




















