লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচিত
- আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 70
লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৫ জানুয়ারি রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। কেবল সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
নির্বাচনে তারেক-আকরাম-শাহনাজ প্যানেল থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক, মিডিয়া এন্ড আইটি সম্পাদক, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সম্পাদক এবং ২টি নির্বাহী সদস্যপদসহ ৮টি পদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। প্রতিদ্বন্দ্বী সাঈম- সালেহ-হান্নান অ্যালায়েন্স কোষাধ্যক্ষ, সহ-সাধারণ সম্পাদক, সহ কোষাধ্যক্ষ, ৩ টি নির্বাহী সদস্য পদসহ মোট ৬ জন জয়ী হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৩৫ জন। এর মধ্যে কাস্ট হয় ৩২৫টি ভোট। অনলাইনে ৩৪টি ভোট কাস্ট হলেও যাচাই-বাছাই শেষে ৩১টি ভোট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল কাইয়ুম, ভোট পেয়েছেন ১৫১। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মোঃ সালা উদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট। এ দুটো পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ভোট, আবদুল কাইয়ুম ১৫১ ভোট, রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মো. সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাহনাজ সুলতানা পেয়েছেন ১৩৪ ভোট।
যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।
সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।
মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।
ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট।
৫ টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— নির্বাহী সদস্যের পদে নির্বাচিত হয়েছেন মোঃ সরওয়ার হোসেন (২০১), সাহিদুর রহমান সোহেল (১৮৯), লোকমান হোসেন গাজী (১৮১), ফারজানা চৌধুরী (১৬১) ইনামুল হক চৌধুরী (১৬১)। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীরা ছিলেন হাসনাত চৌধুরী (১৪৮), মোহাম্মদ সাজু আহমেদ (১৩০), মোহাম্মদ আবু তালেব (১০৯), ফজলে রহমান পিনাক (৯৭), সাঈদ রহমান (৮৬)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসেন। অন্য দুইজন নির্বাচন কমিশনার ছিলেন শাহগীর বক্ত ফারুক ও সিরাজুল চৌধুরী বাছিত।





















