ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 149
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নবনিযুক্ত এই রাষ্ট্রদূত ঢাকায় আসেন। তাঁর সঙ্গে স্ত্রী ডিয়ান ডাওও ঢাকায় এসেছেন।

ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের বিষয়। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমি আগ্রহী।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র প্রদানের প্রস্তুতি নেবেন। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।

গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ–পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথ পাঠ করান। পরে ঢাকার মার্কিন দূতাবাস ক্রিস্টেনসেনকে স্বাগত জানায়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত; সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার জন্য আমি উচ্ছ্বসিত।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নবনিযুক্ত এই রাষ্ট্রদূত ঢাকায় আসেন। তাঁর সঙ্গে স্ত্রী ডিয়ান ডাওও ঢাকায় এসেছেন।

ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের বিষয়। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আমি আগ্রহী।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র প্রদানের প্রস্তুতি নেবেন। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।

গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ–পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথ পাঠ করান। পরে ঢাকার মার্কিন দূতাবাস ক্রিস্টেনসেনকে স্বাগত জানায়।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত; সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার জন্য আমি উচ্ছ্বসিত।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেন।