ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 124

বিমান

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টারের মধ্যকার সরাসরি ফ্লাইট ফেব্রুয়ারি থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কবে নাগাদ আবার ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশীরা।

রোববার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমানের পক্ষ থেকে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ
বৃটেনের ম্যানচেস্টার টু সিলেট – ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে ৪ জানুয়ারি রোববার রাত ১১ ঘটিকায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ ও বিভিন্ন শহর থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ, ব্যাবসায়ী প্রতিনিধি, এবং কমিউনিটির বিশিষ্টজনরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তা প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ বিভিন্ন অযুহাত দেখিয়ে বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে পরিচালনা করতে পারে। বর্তমান সরকার কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুস্কৃকারীদের ফাঁদে পা দিয়েছে। সভায় এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় অভিমত ব্যাক্ত করা হয়।
এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ

আপডেট সময় : ১০:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

সিলেট-ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টারের মধ্যকার সরাসরি ফ্লাইট ফেব্রুয়ারি থেকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, হজ ফ্লাইট পরিচালনাসহ আরো কয়েকটি কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কবে নাগাদ আবার ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশীরা।

রোববার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিমানের পক্ষ থেকে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ
বৃটেনের ম্যানচেস্টার টু সিলেট – ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে ৪ জানুয়ারি রোববার রাত ১১ ঘটিকায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ ও বিভিন্ন শহর থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ, ব্যাবসায়ী প্রতিনিধি, এবং কমিউনিটির বিশিষ্টজনরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তা প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বলে উল্লেখ করে মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিমান কর্তৃপক্ষ বিভিন্ন অযুহাত দেখিয়ে বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে পরিচালনা করতে পারে। বর্তমান সরকার কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুস্কৃকারীদের ফাঁদে পা দিয়েছে। সভায় এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় অভিমত ব্যাক্ত করা হয়।
এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।।