এনসিপির নেতারা কোন কোন আসনে সংসদ নির্বাচন করবেন?
- আপডেট সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 45
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীদের নিয়ে গঠিত দলটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করেছে।
বুধবার সকাল ১১টায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলের শীর্ষ দুই নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ঘোষণার পর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ” আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাবো বা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না।”
ঢাকা-১৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করবেন।
ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। নরসিংদী-২ আসন থেকে প্রার্থী হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ঢাকা-১৭ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন এনসিপির আরেক নেত্রী তাসনুভা জাবীন।
টাঙ্গাইল-১ আসনে অভ্যুত্থানের সময় নিহত সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি। দিনাজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী হিসেবে আ হ ম শামসুল মুকতাদিরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে খালেদা জিয়ার। বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, তিনি ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করবেন। এর আগে এনসিপি নেতারা দিনাজপুর-৩ আসনে কাউকে মনোনয়ন না দেওয়ার কথা বললেও আজ সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
পটুয়াখালী-১ আসনে আইনজীবী জহিরুল ইসলাম মুসা এবং পটুয়াখালী-২ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা আলম মিতু।
গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ শেরপুর-২ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
মনোনয়ন ঘোষণার আগে সদস্য সচিব আখতার হোসেন বলেন, “যাদের তালিকা প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি জনগণের পক্ষ থেকে যদি কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কোনো ধরনের দুর্নীতির, রাষ্ট্রবিরোধী, ঋণখেলাপী, সংস্কারবিরোধী অভিযোগ আসে তাহলে নাগরিক পার্টি যাচাই বাছাই শেষে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করবে।”
প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তারা এবার ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান তিনি। একই সঙ্গে দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়া এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ দুপুরে পদত্যাগ করবেন—এ কারণে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়েছে কি না, প্রার্থীদের নাম ঘোষণার পর সাংবাদিকদের এমন প্রশ্নে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ” যে দুজন ছাত্র উপদেষ্টা তারা এখনো পদত্যাগ করে নাই। পদত্যাগ করলে পরে আমরা কমেন্ট করতে পারবো “। তিনি তাদের প্রতি শুভকামনাও জানান।
পরে নির্বাচনী লক্ষ্য সম্পর্কে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ” আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে।” তিনি জানান, এই ‘হ্যাঁ’ অর্থ সংস্কার।
প্রাথমিক তালিকায় যাদের মনোনয়ন দেওয়া হয়নি, তাদের ভবিষ্যতে অবশ্যই বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
- ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে সক্রিয় থাকা বহু আন্দোলনকারীকে নিয়ে দলটি রাজনৈতিক কার্যক্রম শুরু করে।


















