ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত জাপা’র বিভিন্ন গ্রুপ নেতাদের নেতৃত্বে ১৮ দলের নতুন জোট  জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, বলছে এনসিপি মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পেছাল দেশে তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ৭৩৪ জন বাংলাদেশকে কেন নেপাল–শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছে দিল্লি ’৭১-এ জামায়াত কী কী করেছিল, মনে রাখতে বললেন তারেক রহমান বিএনপি থেকে আসনবঞ্চিতদের নিয়ে জোট করল এনসিপি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’ অন্তর্বর্তী সরকার: টিআইবি

খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 81

খালেদা জিয়া। ফাইল ছবি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, তাঁর বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘমেয়াদি ফ্লাইট ঝুঁকিপূর্ণ। সে কারণে প্রাথমিক গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিবেচনা করা হচ্ছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এবং খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি গতকাল ঢাকা ও সংশ্লিষ্ট মহলে একটি প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মাত্র চার ঘণ্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব, যা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

আবুধাবিতে অবস্থিত বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’-এ তাঁকে রেখে প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষ বিমানের প্রস্তুতি

এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব আমিরাত সরকার তাদের বৃহদাকার বোয়িং ৭৪৭ অথবা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ দেখিয়েছে। এ ধরনের উড়োজাহাজে ইন-ফ্লাইট আইসিইউ, লাইফ সাপোর্টসহ উন্নত চিকিৎসা সুবিধা সংযুক্ত করা যায়, যা গুরুতর অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে খালেদা জিয়াকে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।

চিকিৎসক দলের সদস্যদের ভাষ্য, গতকাল তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে নরম স্বরে কথা বলতেও সক্ষম হয়েছেন। চিকিৎসকরা এটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার, পরিবার, আন্তর্জাতিক অংশীদার ও চিকিৎসক দলের মধ্যে সমন্বিত আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত

আপডেট সময় : ০৮:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, তাঁর বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘমেয়াদি ফ্লাইট ঝুঁকিপূর্ণ। সে কারণে প্রাথমিক গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিবেচনা করা হচ্ছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র এবং খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি গতকাল ঢাকা ও সংশ্লিষ্ট মহলে একটি প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মাত্র চার ঘণ্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব, যা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

আবুধাবিতে অবস্থিত বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’-এ তাঁকে রেখে প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষ বিমানের প্রস্তুতি

এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব আমিরাত সরকার তাদের বৃহদাকার বোয়িং ৭৪৭ অথবা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ দেখিয়েছে। এ ধরনের উড়োজাহাজে ইন-ফ্লাইট আইসিইউ, লাইফ সাপোর্টসহ উন্নত চিকিৎসা সুবিধা সংযুক্ত করা যায়, যা গুরুতর অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে খালেদা জিয়াকে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।

চিকিৎসক দলের সদস্যদের ভাষ্য, গতকাল তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে নরম স্বরে কথা বলতেও সক্ষম হয়েছেন। চিকিৎসকরা এটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার, পরিবার, আন্তর্জাতিক অংশীদার ও চিকিৎসক দলের মধ্যে সমন্বিত আলোচনা অব্যাহত রয়েছে।