ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার চিকিৎসা দিতে চায় আরব আমিরাত জাপা’র বিভিন্ন গ্রুপ নেতাদের নেতৃত্বে ১৮ দলের নতুন জোট  জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে, বলছে এনসিপি মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পেছাল দেশে তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ৭৩৪ জন বাংলাদেশকে কেন নেপাল–শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছে দিল্লি ’৭১-এ জামায়াত কী কী করেছিল, মনে রাখতে বললেন তারেক রহমান বিএনপি থেকে আসনবঞ্চিতদের নিয়ে জোট করল এনসিপি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’ অন্তর্বর্তী সরকার: টিআইবি

জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 51

প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইছেন জুনাইদ আহমেদ পলক (ছবি: ভিডিও থেকে)

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজনভ্যানে ওঠার পর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জাতীয় সংগীত গাইতে শোনা যায়। এমনকি প্রিজনভ্যানে থাকা অন্যান্য আসামিদেরও তার সঙ্গে কণ্ঠ মেলাতে শোনা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তাদের প্রিজনভ্যানে তোলা হয়। প্রিজনভ্যানে ওঠার মুহূর্তেই প্রথমে জাতীয় সংগীত গাওয়া শুরু করেন পলক।

এর আগে ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় আবেদন করলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তবে ওবায়দুল কাদেরের মামলায় মোট ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতির আবেদন করা হয়। ফলে বাকি আসামিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে এই ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তারা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তবে অসুস্থতার কারণে সাবেক এমপি ফারুক খানকে এদিন হাজির করা হয়নি।

এদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে আনা ফরমাল চার্জও আদালত আমলে নিয়েছেন এবং শুনানির দিন নির্ধারণ করেছেন।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং যুবলীগ সভাপতিসহ আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। শিগগিরই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এর আগে গত ১৫ অক্টোবর পৃথক মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল-১। সে সময় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০ জুলাই তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ট্রাইব্যুনাল নতুন করে সময় মঞ্জুর করেন।

চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিনও তদন্ত শেষ করতে তিন মাস সময় চান প্রসিকিউশন, পরে ২০ জুলাই দিন ধার্য করেন আদালত। তার আগে গত ১৮ ফেব্রুয়ারি ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সব মিলিয়ে একসময়ের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজনভ্যানে ওঠার পর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জাতীয় সংগীত গাইতে শোনা যায়। এমনকি প্রিজনভ্যানে থাকা অন্যান্য আসামিদেরও তার সঙ্গে কণ্ঠ মেলাতে শোনা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তাদের প্রিজনভ্যানে তোলা হয়। প্রিজনভ্যানে ওঠার মুহূর্তেই প্রথমে জাতীয় সংগীত গাওয়া শুরু করেন পলক।

এর আগে ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় আবেদন করলে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তবে ওবায়দুল কাদেরের মামলায় মোট ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতির আবেদন করা হয়। ফলে বাকি আসামিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে এই ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তারা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তবে অসুস্থতার কারণে সাবেক এমপি ফারুক খানকে এদিন হাজির করা হয়নি।

এদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। ইনুর মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে আনা ফরমাল চার্জও আদালত আমলে নিয়েছেন এবং শুনানির দিন নির্ধারণ করেছেন।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং যুবলীগ সভাপতিসহ আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। শিগগিরই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এর আগে গত ১৫ অক্টোবর পৃথক মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল-১। সে সময় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০ জুলাই তদন্তের জন্য আরও তিন মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ট্রাইব্যুনাল নতুন করে সময় মঞ্জুর করেন।

চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিনও তদন্ত শেষ করতে তিন মাস সময় চান প্রসিকিউশন, পরে ২০ জুলাই দিন ধার্য করেন আদালত। তার আগে গত ১৮ ফেব্রুয়ারি ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সব মিলিয়ে একসময়ের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।