ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 61

হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। ফােইল ছবি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা এগারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “যদি সবকিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার এম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভিতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।”

জাহিদ হোসেন জানান, কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিদেশ থেকে আসা দুইজন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।

যাত্রাপথে কোনো ধরনের জটিলতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা জাহিদ।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে চীনও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে সেটিতে জ্বালানি নিতে মাঝপথে নামার প্রয়োজন হতো, অর্থাৎ সরাসরি লন্ডনে যাওয়া সম্ভব ছিল না। সব বিবেচনায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সই বেছে নেওয়ার সিদ্ধান্ত দেন বলে বিএনপির একজন নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কিছুদিন লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে তিনি তারেক রহমানের বাসায় ছিলেন। বেশ সুস্থ হয়ে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা এগারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “যদি সবকিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার এম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভিতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।”

জাহিদ হোসেন জানান, কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিদেশ থেকে আসা দুইজন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।

যাত্রাপথে কোনো ধরনের জটিলতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা জাহিদ।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে চীনও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে সেটিতে জ্বালানি নিতে মাঝপথে নামার প্রয়োজন হতো, অর্থাৎ সরাসরি লন্ডনে যাওয়া সম্ভব ছিল না। সব বিবেচনায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সই বেছে নেওয়ার সিদ্ধান্ত দেন বলে বিএনপির একজন নেতা জানিয়েছেন।

উল্লেখ্য, আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কিছুদিন লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে তিনি তারেক রহমানের বাসায় ছিলেন। বেশ সুস্থ হয়ে গত ৬ মে তিনি দেশে ফেরেন।