ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী! কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা রয়েছে কাকরদিয়া–তেরাদল–আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আত্নপ্রকাশ

ফরিদপুরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধে আ.লীগের বিক্ষোভ

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 59
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশি অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার ভোর ৬টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ শুরু হয়। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকা ছাড়াও অন্তত পাঁচটি স্থানে সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি চলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে ওই সময় শুয়োদী এলাকা থেকে ফেসবুক লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে তার সরাসরি সম্প্রচারে দেখা যায়, শতাধিক নেতাকর্মী গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন। তাদের হাতে রামদা, ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র দেখা যায়। বিক্ষোভে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।

অবরোধের কারণে ঢাকামুখীসহ দুই দিকের বহু যানবাহন আটকে পড়ে।স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই অংশটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। লকডাউন কর্মসূচি ঘোষণার পরই ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। ভোর থেকেই কয়েকজন সড়কে অবস্থান নিলে পরে অন্যরাও যোগ দিয়ে পুরো মহাসড়ক অবরোধ করেন, এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি।

তবে স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘ভাঙ্গায় পাঁচটি স্থানে অবরোধ হয়েছিল। পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিয়েছে। শুয়োদী এলাকার দিকেও পুলিশ যাচ্ছে, সেনাবাহিনীও প্রস্তুত আছে। আমরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশি অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার ভোর ৬টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ শুরু হয়। একইভাবে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকা ছাড়াও অন্তত পাঁচটি স্থানে সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি চলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে ওই সময় শুয়োদী এলাকা থেকে ফেসবুক লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে তার সরাসরি সম্প্রচারে দেখা যায়, শতাধিক নেতাকর্মী গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছেন। তাদের হাতে রামদা, ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র দেখা যায়। বিক্ষোভে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।

অবরোধের কারণে ঢাকামুখীসহ দুই দিকের বহু যানবাহন আটকে পড়ে।স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই অংশটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। লকডাউন কর্মসূচি ঘোষণার পরই ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। ভোর থেকেই কয়েকজন সড়কে অবস্থান নিলে পরে অন্যরাও যোগ দিয়ে পুরো মহাসড়ক অবরোধ করেন, এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলেও যোগাযোগের চেষ্টা করে সাড়া মেলেনি।

তবে স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘ভাঙ্গায় পাঁচটি স্থানে অবরোধ হয়েছিল। পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিয়েছে। শুয়োদী এলাকার দিকেও পুলিশ যাচ্ছে, সেনাবাহিনীও প্রস্তুত আছে। আমরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি।’