ট্রাম্প বললেন, নিউইয়র্ক সার্বভৌমত্ব হারিয়েছে, কমিউনিস্ট শহর হয়ে যাবে
- আপডেট সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 90
নিউইয়র্কের মেয়র পদে প্রথম মুসলিম হিসেবে জোহরান মামদানির বিজয়কে ‘সার্বভৌমত্ব হারানো’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মামদানির জয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হারিয়েছে এবং শহরটি ‘কমিউনিস্ট নগরীতে’ রূপ নিতে পারে।
বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতের দিকে মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকান বিজনেস ফোরামে বক্তৃতাকালে ট্রাম্প এমন মন্তব্য করেন।
মামদানির ব্যাপক জয়ের পর ট্রাম্প বলেন, “ফ্লোরিডা শিগগির নিউইয়র্কের কমিউনিজম থেকে পালানো মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে।” তিনি শ্রোতাদের উদ্দেশে আরও প্রশ্ন ছুড়ে দেন, “আমরা কমিউনিজম নেব নাকি কমনসেন্স?” তবে ট্রাম্প আরও বলেন, “আমরা চাই নিউইয়র্ক সফল হোক”, এবং ইঙ্গিত দেন যে মামদানিকে কিছু সহায়তা দেওয়া হতে পারে।
অন্যদিকে জোহরান মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে জীবিকা ব্যয়ের সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত। নির্বাচনের পর তিনি বলেন, “প্রেসিডেন্টের জন্য শেখার বিষয় হলো—শ্রমজীবী মানুষের সংকট চিহ্নিত করলেই হবে না, সেই সংকট মোকাবিলায় বাস্তব পদক্ষেপও নিতে হবে।”
অভিবাসী মুসলিম রাজনীতিক মামদানি ‘আউটসাইডার’ হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে সবাইকে বিস্মিত করেছেন। তিনি রসিকতার সুরে বলেন, “হোয়াইট হাউস থেকে এখনও আমাকে অভিনন্দন জানানো হয়নি।”



















